নিশঃব্দ শনিবার সন্ধ্যা। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎই চমকে উঠলেন অনেকেই। এক পোস্টেই ঝড় বইয়ে দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের (Sudip Mukherjee) স্ত্রী পৃথা চক্রবর্তী। জানিয়ে দিলেন— তাঁরা আর একসঙ্গে নেই। ২৫ বছরের বয়সের পার্থক্য সত্ত্বেও এক সময় ভালোবাসায় গাঁটছড়া বেঁধেছিলেন দু’জনে। কিন্তু সেই সম্পর্কেই এবার টান পড়ল। পৃথা লেখেন, “আমি এবং সুদীপ মুখোপাধ্যায় আইনি ভাবে বিবাহবিচ্ছেদ নিয়েছি। তবে আমরা সারাজীবন বন্ধু থাকব।”

পোস্টটি সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকেই ভাবতে শুরু করেন, সত্যি তো? ঠিকই তো পড়ছি?

কিন্তু পৃথার এই ঘোষণার পরেই প্রশ্ন ওঠে— সুদীপ কী বলছেন? আনন্দবাজার অনলাইনের কাছে অভিনেতা জানান, তিনি কিছুই জানেন না। ‘চিরসখা’-র স্বতন্দ্র বোস চরিত্রে অভিনয় করা সুদীপ (Sudip Mukherjee) বলেন, “বিন্দুবিসর্গ কিছুই বুঝতে পারছি না। পৃথা হঠাৎ কী করছে?”

তবে এও ঠিক, গত কয়েক সপ্তাহ ধরেই সুদীপের সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট নজরে এসেছিল। কখনও ‘ডিটাচমেন্ট’, কখনও বা ‘হতে দাও’— এমন সব লেখায় ভক্তদের মনে সন্দেহ দানা বাঁধে। তবে কি সে সবই ছিল বিচ্ছেদের পূর্বাভাস?

অভিনেতা অবশ্য জানিয়েছেন, সমস্যা সকলের জীবনেই থাকে, তাঁদের জীবনেও রয়েছে। তবে এখনো তাঁরা এক ছাদের তলায়ই থাকছেন, সন্তানদের স্বার্থে। তাঁদের দুই পুত্র— ঋদ্ধি ও বালি।

এক সময় প্রেম থেকে শুরু হয়েছিল এই দম্পতির পথচলা। শোনা যায়, প্রেমের প্রস্তাবও নাকি প্রথম দিয়েছিলেন পৃথাই। তখন সুদীপ ছিলেন একা, দামিনীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছিল নতুন গল্প।

কিন্তু হঠাৎ কী এমন ঘটল, যে এত বছরের সম্পর্কের পর্দা পড়ে গেল? সেই উত্তর হয়তো এখনও ধোঁয়াশায়।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ম্যাংগো ডালগোনা কফি

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *