সায়ন্ত মোদককে নিয়ে বর্তমানে সোস্যাল মিডিয়ায় বিতর্কের শেষ নেই। এরই মধ্যে হঠাৎ অভিনেত্রী প্রত্যুষা পালের সাথে নাম জড়িয়েছে সায়ন্ত মোদকের (Sayanta Modak)। ভুয়ো খবর নিয়ে সোস্যাল মিডিয়ায় মাতামাতি শুরু হলেই প্রত্যুষা (Pratyusha Pal) ভিডিয়ো বার্তায় বলেছেন, “অকারণে আমাকে নিয়ে ভুল খবর পরিবেশিত হচ্ছে। সায়ন্তর সঙ্গে দুটো ধারাবাহিকে কাজ করেছিলাম। এর বাইরে ওর সঙ্গে কোনও সম্পর্ক নেই। সেই ধারাবাহিকের ছবি ব্যবহার করে আমাকে জুড়ে দেওয়া হয়েছে অভিনেতার সঙ্গে। যা একেবারেই কাম্য নয়।”

কেন সায়ন্তর সঙ্গে সম্পর্কের ভুয়ো খবরে নাম জড়াল প্রত্যুষার (Pratyusha Pal)? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। অভিনেত্রীর যুক্তি, “মাস ছয়েক আগে সায়ন্তর সঙ্গে হইচই ওয়েব প্ল্যাটফর্মের একটি ‘মিনি সিরিজ়’-এ অভিনয় করেছিলাম। সেখানে এমন ভাবে আমাদের দেখানো হয়েছিল যেন আমরা প্রেম করছি। বর্তমানে সায়ন্তকে নিয়ে চর্চার মধ্যেই সম্ভবত ওই সিরিজ়ের কিছু দৃশ্য ফিরে এসেছে সমাজমাধ্যমে। যার থেকে এই ধরনের ধারণা তৈরি হয়েছে।” সায়ন্ত সহ-অভিনেতা হিসাবে কেমন, সে প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “ভীষণ সহযোগিতা করে সায়ন্ত। কখনও আমার সঙ্গে দুর্ব্যবহার করেনি। কোনও রকম কুপ্রস্তাবও দেয়নি। ফলে, আমি ওকে ভালই বলব। যদিও ওর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমার কোনও ধারণা নেই।”

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন পটলের দোলমা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *