সোস্যাল মিডিয়ায় সৌমিতৃষা কুণ্ড, সায়ক চক্রবর্তীর বন্ধুত্ব খুব জনপ্রিয় ছিল। একসাথে তারা ভিডিও বানাতেন, ঘুরতে যেতেন। কিন্তু হঠাৎই সেই বন্ধুত্বের ছন্দপতন হয়। সোস্যাল মিডিয়া থেকে সায়ককে আনফলো করেন মিঠাই। কিন্তু এসবের পরেও বন্ধুর জন্মদিন ভোলেনি সায়ক। ইন্সটাগ্রামে নাম না নিয়ে পোস্ট করলেন সৌমিতৃষার উদ্দেশ্যে।
সায়ক (Sayak Chakraborty) লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। আমার জীবন থেকে চলে যাওয়া আরও এক বন্ধুর জন্মদিন আজ, এখন আর নতুন করে বন্ধুত্ব করতে ইচ্ছে হয় না।’ সায়ক (Sayak Chakraborty) আরও লিখেছেন, ‘লকডাউনে রাতের পর রাত জেগে সবাই মিলে ফোনে গল্প, রোজ স্কুটি চালিয়ে আমার বাড়ি তে নিয়ে এসে শুটিং করানো, আমার কভিডে কোনো কিছুর তোয়াক্কা না করে বাড়ি ছুটে আসা, তার নতুন কাজে সবাই মিলে পোস্টার দেখতে বেরনো, আনন্দ তার, কিন্তু অদ্ভুদ ভাবে আমারও আনন্দ হত, রোজ শুটিং শেষে দেখা, আড্ডা, একসাথে হইহই করে ব্লগ বানানো, আমি বলতাম ইনস্টাতে পোস্ট কর, রিল বানা, ভ্লগ বানা। দাঁড়া তোর ইনস্টা এফবি সব ভেরিফাইড করাই আজ, তারপর উইকিপিডিয়া বানানো। বাড়িতে বেশি থাকতেই ইচ্ছে করত না, মনে হত সারাদিন বাইরে বন্ধুরা মিলে আড্ডা দি,পল্লবীর জন্মদিন শেষ করে স্কুটি নিয়ে দৌড়াতে হত, কারণ রাত ১২ টার মধ্যে ঢুকতেই হবে, ওর জন্মদিন যে আজ…’
সঙ্গে সায়ক আরও জুড়েছেন, ‘হঠাৎ বদলাতে শুরু করে সব। লোকের কথায় কাছের বন্ধু কে ভুল বোঝা। একদিনেই দেখা না হওয়া, কথা না বলা, অভ্যাস বদলানো যে কি কঠিন সেদিন বুঝে ছিলাম, তাই এখন আর বন্ধুত্বে ভরসা হয় না.… পরিবার ছাড়া কেউ ইমপোর্টেন্ট না হওয়াটাই উচিত! তবে মন থেকে চাই অনেক নাম করুক। ভালো থাকুক আমার বন্ধু,’
২৪ শে ফেব্রুয়ারি জন্মদিন ছিল সৌমিতৃষার। সায়কের পোস্টে প্রচুর শুভেচ্ছাবার্তা ছিল সৌমিতৃষার উদ্দেশ্যে। এক নেটিজেন সায়কের এই পোস্টে সৌমিতৃষাকে ট্যাগ করে মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন Soumitrisha দি ❤️ খুব ভালো থেকো 🥰 তোমার আর সায়ক দাদার বন্ধুত্ব যেন আবার আগের মতো হয়ে যায়।’ অপর আরেকজন লিখলেন, ‘আপনি যাদেরকে সব থেকে বেশি ভরসা করবেন, বিশ্বাস করবেন, ভালোবাসবেন, সেই মানুষগুলোই সব থেকে বেশি আঘাত দেবে।’ তৃতীয়জন লিখলেন, ‘আমি জানি আজ জন্মদিন কার। তুমি নাম নাওনি, তাই আমিও নিলাম না। মন খারাপ কোরো না, যারা আছে তাদের নিয়ে ভালো থেকো।’
আরো পড়ুন: Recipe: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা
Image source-Google