স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শোতে তাঁর ‘পিতা-মাতার যৌনতা’ মন্তব্যের জন্য মহারাষ্ট্র এবং অসম সহ বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরগুলি এক করার জন্য ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া (Ranveer Allahbadia) শীর্ষ আদালতের কাছে আবেদন করেন৷ এই মুহূর্তে গ্রেফতারি আটকাতে পারলেও কনটেন্ট ক্রিয়েশন করতে পারবেন না এমনটাই জানা গেছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি রণবীর আলাহবাদিয়ার (Ranveer Allahbadia) ব্যবহারকে অত্যন্ত নিন্দা করেছেন৷ তিনি বলেছেন, ‘‘যেহেতু তুমি জনপ্রিয়, তাই তুমি যা ইচ্ছা তাই করতে পার না৷ তুমি সমাজকে এমনি ধরে নিতে পার না৷ এই পৃথিবীতে কেউ আছে যে এই ভাষা পছন্দ করে৷ আপনার মাথায় অসম্ভব কোনও নোংরামি রয়েছে যা আপনি বমি করে উগড়ে দিয়েছেন৷ আমরা ওনাকে রক্ষা করব কেন? ’’
বিচারপতি আরও বলেন, ‘‘আপনি যে জনপ্রিয়তার জন্য করেছিলেন, সেটাই এখন আপনার ভয়ের কারণ হয়ে গেছে৷ ’’ তিনি আরও বলেন, ‘‘আপনি যে শব্দ বেছেছেন তাতে মা-বাবা লজ্জিত বোধ করছেন৷ মা -বোনেরাও লজ্জিত বোধ করছেন৷ পুরো সমাজ লজ্জিত হচ্ছেন৷ এগুলি আপনার ও আপনার বন্ধুদের অধঃপতনের স্তরে নিয়ে চলে গেছে৷ সিস্টেম ও আইনের নিয়ম মেনে চলা উচিত৷’’
আরো পড়ুন: Tiyasha Lepcha: সোহেলের কাছাকাছি এসে কি বললেন তিয়াশা?
Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *