শাহরুখের বাড়িতে পার্টি থাকলেই সেখানে গান বাজানোর দায়িত্বে থাকেন ডিজে আকিল (DJ Akil)। তাই এবার পার্টির সময় মন্নতের অন্দরের পরিবেশ কেমন থাকে তা একটিভ জানালেন ডিজে আকিল (DJ Akil) তিনি বলেন, “প্রায় একশো বার শাহরুখ খানের বাড়িতে আমি গান বাজিয়েছি। এই পার্টিগুলোতে শাহরুখ, সলমন ও হৃতিক যে যাঁর নিজের পছন্দের লোকজনদের সঙ্গে ঘরের বিভিন্ন কোণে বসে থাকেন। কোনও একজনের ছবির গান বাজালে অন্যদের আবার খারাপ লাগে। তাই নিশ্চিত করি, যাতে সবার গানই বাজাতে পারি। তাতে সকলেই খুশি হন।”
শাহরুখের পার্টির খাওয়াদাওয়া কেমন? প্রশ্ন করতেই আকিল বলেছেন, “খাবার খুব ভাল। খুব ভাল মদ্যপানের আয়োজনও হয়। লোকজনও খুব ভাল। অতিথি আপ্যায়নেও কোনও ফাঁক রাখেন না শাহরুখ। সব কিছুই দারুণ। নিমন্ত্রিতেরা প্রত্যেকে উপস্থিত থাকেন। লোকজন শাহরুখের পার্টিতে আসার জন্য মুখিয়ে থাকেন। কেউ কেউ তো বিদেশ থেকেও আসেন। আগে ওঁর বাড়িতে ২-৩ মাসে এক বার তো পার্টি হতই। এক রাতে গান বাজিয়ে আমি ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতাম।”
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন গ্রিলড চিকেন স্যালাড
Image source-Google