ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠান নিয়ে বিতর্কের শেষ নেই। সেখানে রণবীর ইলাহাবাদিয়া (Ranveer Allahbadia) এক প্রতিযোগীকে রণবীর বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এর পরেই তার দিকে ধেয়ে এসেছে সমস্ত কটাক্ষ।

তবে শোনা গেছে রনবীর প্রিয়াঙ্কার (Priyanka Chopra) কাছেও ধমক খেয়েছেন। বছর দু’য়েক আগের ওই সাক্ষাৎকারে প্রিয়ঙ্কাকে রণবীর প্রশ্ন করেছিলেন, ‘‘এখন তো আপনি অনেক বড় তারকা। বিখ্যাত মানুষ। এখনও কি আপনি নিজের বাড়ির পারিবারিক অনুষ্ঠানে আগের মতো উপস্থিত থাকবেন? আপনার খ্যাতির কথা কি ভাববেন না?’’ ওই প্রশ্নেই প্রিয়ঙ্কা রণবীরকে বলেন, ‘‘আমার কাছে আমার পরিবার, আমার ভাই, তুতো ভাই-বোনেরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার খ্যাতির সঙ্গে তার কোনও বিরোধ নেই। আমি একটা কাজ করি। সেই কাজের দৌলতে আমার খ্যাতি। আমি কাজ করি বাঁচার জন্য। খ্যাতির জন্য নয়। খ্যাতিটা উপরি হিসাবে এসেছে। যা আমি গ্রহণ করেছি। খ্যাতির উপর আমার যেমন কোনও নিয়ন্ত্রণ নেই। তেমনই আমি মানুষটা কেমন, সেটাও আমার খ্যাতি বা জনপ্রিয়তা ঠিক করে দেবে না।’’

প্রিয়াঙ্কা (Priyanka Chopra) যে নিজের বাড়ির অনুষ্ঠানে মজা করতে ভালবাসে তা সম্প্রতি তার দাদার বিয়েতেই দেখা গেছে। বলিউড গানের তালে কোমর দুলিয়েছেন তিনি। বাবা মা, স্বামী, শ্বশুর শাশুড়ি এবং মেয়েকে নিয়ে আনন্দে মেতেছিলেন দেশি গার্ল।

আরও পড়ুন: Kolkata: অস্ত্র দেখিয়ে লুঠ সোনার গয়না

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *