‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠান নিয়ে বিতর্কের শেষ নেই। সেখানে রণবীর ইলাহাবাদিয়া (Ranveer Allahbadia) এক প্রতিযোগীকে রণবীর বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এর পরেই তার দিকে ধেয়ে এসেছে সমস্ত কটাক্ষ।

এই প্রসঙ্গে আসন্ন ছবি ‘ছাবা’র প্রচার অনুষ্ঠানে এসে সুরকার এআর রহমান বলেন, “গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি মুখ খুললে কী কী হতে পারে।” প্রযোজক বনি কপূর সরাসরি এই বিষয় নিয়ে বলেছেন, “ও যা বলেছে, আমি সেগুলো মোটেই আমি সমর্থন করি না। সব কিছুর সীমা থাকে। নিজেকেও নিয়ন্ত্রণ করতে হয়। নিজের বাড়িতে তুমি যা খুশি বলো। কিন্তু সমাজমাধ্যমে সতর্ক থাকতে হয় এই ধরনের মন্তব্য করার আগে।” রাজপাল যাদবও বলেছেন, “সস্তার খ্যাতি পাওয়ার জন্য আমাদের নতুন প্রজন্ম যে কোথায় চলে যাচ্ছে! এই ধরনের লোকজন নিজেদের বাবা-মাকেও ছাড়ে না!”

তবে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর সময় রায়নার হয়ে কথা বলেছেন অভিনেতা আলি গনি। আলির কথায়, “সময়কে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর সমস্ত ভিডিয়ো মুছে ফেলতে বাধ্য করা হল। এটা কিন্তু ঠিক হল না। ওই একটা এপিসোডই মুছে দেওয়া যেত শুধু। এই অনুষ্ঠানকে সফল করার জন্য কিন্তু ও অনেক পরিশ্রম করেছে।”

আরও পড়ুন: Anubrata Mondal:বড়ঞার বড় দায়িত্ব কেষ্টর শক্ত হাতে সঁপলেন মমতা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *