খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বিটের চিপ্‌স। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ

২টি মাঝারি মাপের বিটস

১ চামচ অলিভ অয়েল

১ চামচ গোলমরিচ

নুন স্বাদমতো

প্রণালী

বিট গোল গোল করে নিন। এ বার তাতে নুন, গোলমরিচ, অলিভ অয়েল মাখিয়ে বেকিং সিটে ছড়িয়ে রাখুন। অভেন ৩৭৫ ডিগ্রিতে প্রি-হিট করে নিয়ে তাতে ২০ মিনিট ধরে বেক করুন। তৈরি হয়ে যাবে সুস্বাদু চিপ্‌স।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন রাগির চিপস্

ছবি: ফ্রিপিক

By Torsha