এলপিজি গ্যাসের ব্যবহার এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Centre) রান্নার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
৭ ফেব্রুয়ারি, বালুরঘাট রুরাল এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Centre) রান্না করার সময় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৮ বছর ধরে কর্মরত ৫৫ বছর বয়সী একজন কর্মী কাঠের উনুনে রান্না করছিলেন, হঠাৎ করে তাঁর কাপড়ে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনি অগ্নিদগ্ধ হন। মাঠে কাজ করা এক কৃষক ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং দ্রুত তাঁকে উদ্ধার করে, তবে শেষ পর্যন্ত তাঁর শরীরের অধিকাংশ অংশ গুরুতরভাবে দগ্ধ হয়ে যায়। তাঁকে প্রথমে খাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দীর্ঘ চিকিৎসার পর, সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ওই কর্মী মারা যান। এটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Centre) এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা যা আগে কখনো ঘটেনি। ঘটনার পর, জেলা প্রশাসন শোক প্রকাশ করে এবং মৃত কর্মীর পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে।
মঙ্গলবার, বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, রাজ্যে বর্তমানে ৮১,৩২১ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে এলপিজি গ্যাস কানেকশন দেওয়ার জন্য মোট খরচ হবে ৩৭ কোটি ৮১ লক্ষ ৪২ হাজার ৬৫০ টাকা। বর্তমানে, রাজ্যের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Centre) এলপিজি কানেকশন দেওয়ার কাজ চলছে। প্রথমে কাজ শুরু হয়েছে সেসব কেন্দ্রে যেখানে রান্নার জন্য নিজস্ব গৃহ ব্যবহার করা হয়। মন্ত্রী শশী পাঁজা আরও জানান, আসন্ন আর্থিক বছরে রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এলপিজি কানেকশনের কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন:Sourav Chakraborty: মধুমিতার বিয়ের খবর শুনে কি বললেন সৌরভ?