অভিনয়ের পাশাপাশি লেখালেখি করেন অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। তার বই ‘বৃষ্টি অনিবার্য’ প্রকাশ পেয়েছে এই বছরের বইমেলায়। সারা বই জুড়ে প্রেমের গল্প বলেছেন তিনি কিন্তু তার জীবনে কবে বসন্তের রং আসবে?
‘এই সময় অনলাইন’কে সৌরভ বলেন, ‘আমি বসন্তের অপেক্ষায় আছি। যেদিন আসবে সাদরে গ্রহণ করবো। তবে বসন্ত বিলাপ যেন না হয়ে যায়। সেটাই ভয়। আসলে টার্গেট রেখে তো প্রেম হয় না। কলেজে পড়ার সময় মনে হতো কবে একটা প্রেম হবে। এখন মনে হয় যে যাঁর আমার সঙ্গে চলতে ইচ্ছা করবে, কিংবা আমার তাঁর সঙ্গে, আলাদা পথে হাঁটার কথা ভাবতে হবে না, সেটাই তো প্রেম।’
একসময় মধুমিতা সরকারের সাথে ঘর বেঁধেছিলেন সৌরভ। কিন্তু বিয়ের পাঁচ বছর কাটতে না কাটতেই ছন্দপতন হয়। অনেক বছর একা থাকলেও এবার ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা। ‘এই সময় অনলাইন’কে মধুমিতা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। মধুমিতার বিয়ের খবরে কী প্রতিক্রিয়া সৌরভের (Sourav Chakraborty)? ‘এই সময় অনলাইন’-এর মাধ্যমে সৌরভ মধুমিতার উদ্দেশে বলেন, ‘আমার সাধুবাদ রইল। সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুক।’
আরও পড়ুন: Tahira Kashyap: অসুস্থ তাহিরাকে কিভাবে সামলে রেখেছিলেন আয়ুষ্মান?
Image source-Google