বিধানসভার বাজেট অধিবেশন সোমবার থেকে শুরু হয়েছে। শুরুতেই বাংলার ব্যাপক প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রতি শেষ হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য তুলে ধরেন। রাজ্যপালের এই প্রশংসায় বিরক্তি প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চিৎকার করে রাজ্যপালকে থামানোর চেষ্টা করেন। নবান্ন ও রাজভবনের মধ্যে মতানৈক্য নতুন নয়, তবে এদিন রাজ্যপাল রাজ্যের প্রশংসায় উদ্বুদ্ধ হয়ে কথা বলেন।
রাজ্যপাল তার ভাষণে বলেন, “রাজ্য সরকার আর্থিক সংকট ও কেন্দ্রীয় বরাদ্দের অভাব সত্ত্বেও গ্রামীণ জনগণের জন্য কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তাদের নিজস্ব তহবিল থেকে কর্মশ্রী ও বাংলার বাড়ি প্রকল্প চালু করা হয়েছে। আমি সরকারের কার্যকরী নেতৃত্বে পূর্ণ আস্থা রাখি এবং আশা করি রাজ্য প্রতিটি সংকট কাটিয়ে এগিয়ে যাবে।” তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “রাজ্যে সকল প্রধান উৎসব শান্তিপূর্ণভাবে ও যথাযথভাবে পালিত হয়েছে। দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ইদ, বড়দিনসহ অন্যান্য উৎসবের সময় আইনশৃঙ্খলা ছিল সম্পূর্ণরূপে অটুট।”
এদিকে, শুভেন্দু অধিকারী রাজ্যপালের এই প্রশংসায় বিরক্ত হয়ে চিৎকার করতে থাকেন। তাঁর আচরণে অস্বস্তি তৈরি হয়, কারণ বিধানসভায় রাজ্যপালের মতো সাংবিধানিক প্রধানের সামনে এমন ব্যবহার শোভনীয় নয় বলে অনেকেই মনে করেন। যদিও বিরোধীরা সরস্বতী পুজো নিয়ে কিছু অভিযোগ তুলেছে, শাসক শিবির তা অস্বীকার করেছে। রাজ্যপালের এমন প্রশংসা পরিপ্রেক্ষিতে বিরোধী দলের তীব্র প্রতিক্রিয়া সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:BJP: দলীয় কোন্দলে নাজেহাল রাজ্য বিজেপি