বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন চিকেন মুমতাজ়।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

১ কেজি মুরগির মাংস

সাদা তেল

২টি বড় পেঁয়াজ

১টি বড় টম্যাটো কুচি

৭-৮টি কাঠবাদাম

মাপমতো গোটা গরমমশলা

১ টেবিল চামচ আদা

১ টেবিল চামচ রসুন

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

আধ চা-চামচ লঙ্কাগুঁড়ো

১ টেবিল চামচ কসৌরি মেথি

১ টেবিল চামচ গরমমশলা গুঁড়ো

১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

স্বাদমতো নুন

পদ্ধতি:

কড়াইয়ে সাদা তেল গরম হলে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে নিন। ২-৩মিনিট ভাজার পর পেঁয়াজে হালকা রং ধরলে দিয়ে যোগ করুন কাঁচালঙ্কা এবং টম্যাটো কুচি। দিয়ে দিন কয়েকটি কাঠবাদাম। সমস্ত উপকরণ হালকা ভেজে তুলে রাখুন। ঠান্ডা হলে ঘুরিয়ে নিন মিক্সারে। তৈরি হয়ে গেল মাংসের মশলা।

আবার কড়াইয়ে তেল দিয়ে তাতে কয়েকটি ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি ফোড়ন দিন। দিতে পারেন তারামৌরি। গরম তেলে মুরগির মাংস দিয়ে আঁচ বাড়িয়ে মিনিট কয়েক ভেজে দিন। এতে মাংস ভিতর থেকে রসালো থাকবে। তেলে দিন আদা-রসুন। হালকা ভাজা হলে একে একে যোগ করুন হলুদ, ধনে, জিরেগুঁড়ো, স্বাদমতো নুন। সমস্ত উপকরণ দিয়ে মাংস কষিয়ে নিন। দিয়ে দিন শুরুতেই বেটে রাখা উপকরণ। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাংস কষাতে হবে। তাতেই মাংস নরম হবে, সমস্ত মশলার স্বাদ ভিতরে ঢুকবে। মাংস কষানো হয়ে গেলে আঁচ কম রেখেই মিশিয়ে দিন ১০০ গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। ভাল করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। ঢাকা দিয়ে ভাপে রাখলেই মুরগির মাংস এমন সেদ্ধ হয়ে জল ছাড়তে থাকবে। প্রয়োজনে কিছুটা গরম জল যোগ করতে পারেন। ঝোল ফুটে গেলে যোগ করুন কসৌরি মেথি। শেষে ১ টেবিল চামচ ক্রিম দিয়ে মিনিটখানেক রান্না করে আঁচ বন্ধ করে দিন। একেবারে শেষধাপে যোগ করুন ধনেপাতা কুচি।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন ফাইবার সমৃদ্ধ ইসবগুলের পাঁউরুটি

Image source-Google

By Torsha