২৩ জানুয়ারি মুক্তি পাবে দেব-রুক্মিণীর ‘বিনোদিনী’। তার আগে ছবির প্রচারে ব্যস্ত ছবির কলাকুশলীরা। কিন্তু ছবির অংশ না হয়েও ছবির প্রচারে এগিয়ে এসেছেন রুক্মিণীর (Rukmini Maitra) সৃষ্টি দি। যিনি পরিচয়ে হাউসহেল্প হলেও তার বাড়ির সদস্যের থেকে কিছু কম নন।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় লেখেন, ‘সৃষ্টিদি, ৫ বছর আগে আমাদের বাড়িতে এসেছিলেন। আর এখন আমাদের পরিবারের একজন সদস্য। আজ সকালে উনি এই ভিডিওটি পাঠিয়ে আমাকে অবাক করে দিয়েছেন। সৃষ্টি দি, প্রতিদিন ট্রেনে ভ্রমণ যাতাযাত করেন। আমি তো অবাক এটা দেখে যে উনি নিজের টাকায় আমার আগামী ছবি বিনোদিনীর ২০০ কপি পোস্টার ছাপিয়েছেন। আর সেগুলি ইতিমধ্যেই ট্রেনে তাঁর সহযাত্রীদের মধ্যে বিতরণ শুরু করেছেন। যখন উনি আমাদের কাছে এই কথাটি বলেন, আমার হৃদয় ছুঁয়ে যায়.. আমি আর কান্না চেপে রাখতে পারিনি। কারণ এই ভালোবাসা ও পাশে থাকা সত্যিই বিরল।’
রুক্মিণীর (Rukmini Maitra) কথায়, ‘আমার মনে হয়, এই মানুষগুলির জন্য আমাদের আরও বেশি করে বাঁচতে ইচ্ছে করে। এরাঁ এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলেন। বিনোদিনীর এই যাত্রাকে আমার জন্য এমন স্মরণীয় করে তোলার জন্য সৃষ্টিদিকে ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি..।’
আরও পড়ুন:Recipe: বাড়িতে বানিয়ে নিন কড়াইশুটি দিয়ে আলু জিরে
Image source-Google