২০২৪ সাল খুব কঠিন ছিল মালাইকা আরোরার (Malaika Arora) কাছে। এই বছরেই শেষ হয়েছে তার পাঁচ বছরের প্রেমের। আবার এই বছরেই হারিয়েছেন সৎ বাবাকে। একের পর এক ধাক্কা খেয়ে গেলেও উঠে দাঁড়িয়েছেন নায়িকা। করেছেন একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। তবে সাল শেষ হওয়ার আগে এরকম একটি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করলেন মালাইকা (Malaika Arora)
মালাইকা লিখেছেন, “২০২৪, আমি তোমাকে ঘৃণা করি না। কিন্তু তুমি আমার জন্য খুব কঠিন হয়ে উঠেছিলে। বহু চড়াই উতরাই এসেছে তোমার সময়ে। কত পরিবর্তনও এসেছে। অনেক কিছু শিখেছিও। তুমি দেখিয়ে দিয়েছ, চোখের পলকে জীবন বদলে যেতে পারে। ২০২৪, তুমিই শিখিয়েছ, নিজের উপর বিশ্বাস রাখা কতটা জরুরি।”
তাঁর কথায়, “তুমিই বুঝিয়েছ, সবার উপরে স্বাস্থ্য। সেটা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যও হতে পারে। সবটাই গুরুত্বপূর্ণ। তবে এখনও কিছু বিষয় রয়েছে যা আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস, সময়ের সঙ্গে আমি সবটাই বুঝব। আমি বুঝতে পারব, কিছু ঘটনা কেন ঘটে গেল।” অনেকেই মনে করছেন এই পোস্ট মালাইকা তার প্রাক্তন অর্থাৎ অর্জুনের উদ্দেশ্যেই করেছেন। তবে আসল সত্যি কি তা সময়ই বলবে।
আরও পড়ুন: Recipe: এবার বাড়িতে বাচ্চাদের মন জয় করে নিন এমা দাতসি বানিয়ে
Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *