লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে আছেন কৃতি শ্যানন (Kriti Sanon) সেই নিয়ে জল্পনার শেষ নেই। যদিও নিজের প্রেম নিয়ে মুখ খোলেননি নায়িকা। তবে সব উৎসবেই তার গোপন প্রেমিকের সাথেই সময় কাটাতে দেখা গেছে তাকে। তাই তাঁর সময় যে প্রেমেই কাটছে, তা স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের ভাষা জানালেন।
অভিনেত্রী বলেন, “ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে, হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন। সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তাঁর সবচেয়ে প্রয়োজন ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর থেকে ভালবাসা ও মনযোগ পাওয়াই বড় বিষয়। সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন, সেটা আরও ভাল বিষয়।”
তা হলে কি সঙ্গীর মধ্যে আমরা পরিবারকেই খুঁজি? উত্তরে কৃতি (Kriti Sanon) বলেন, “আমরা আসলে একজন ভাল সঙ্গী খুঁজি। আমাদের পরিবার কেমন হবে, সেটা তো ঈশ্বর আগেই ঠিক করে রাখে। সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কি না, সেটা কিন্তু আমরাই ঠিক করি। সেটা আমাদের সিদ্ধান্ত। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয়।”
আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন কেরালা স্টাইলের দই বেগুন
Image source-Google