নতুন বছরে অবশেষে কৃষভিকে প্রকাশ্যে আনলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। মা মেয়ে দুজনেই গোলাপি পোশাকে সেজেছেন। যদিও তাঁরা মেয়ের মুখ দেখাননি। পাশে দাঁড়িয়ে শ্রীময়ীর মা। বছরের শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শ্রীময়ী বললেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, অতীতের সব খারাপ সরে যাক। ২০২৫-এ নতুন করে জীবন কাটান।”
আনন্দবাজার অনলাইনকে বললেন, “ইচ্ছে ছিল নতুন বছরের সূচনা মুহূর্তে অর্থাৎ মধ্যরাতে মেয়ের ছবি দেব। কাঞ্চনও সায় দিয়েছিল। কিন্তু বাড়ি ফিরতে রাত হয়ে গেল। এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছি।” নতুন বছরে মা-বাবার কোলে চেপে বেড়াতে বেরোলনা কৃষভি? “কোনও সম্ভাবনাই নেই। বড্ড ছোট। আগামী বছরে নিশ্চয়ই আমাদের সঙ্গে উদ্যাপনে যোগ দেবে।”
শ্রীময়ী (Sreemoyee Chattoraj) বলেছেন, “প্রতি বছর এই দিনে উপোস করে উদ্যানবাটীতে যাই আমরা। শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদ নিই, পুজো দিই। তার পর দক্ষিণেশ্বরে।” এরপর পুজো দিয়ে ভোগ খেয়ে সবশেষে কালীঘাটে পুজো দিয়ে বাড়ি ফেরেন তারা। তারপর খাওয়া হয় জমিয়ে পাঠার মাংস আর ভাত।
নতুন বছরের কি প্রতিজ্ঞা? “অবশ্যই নিয়েছি। সমস্ত নেতিবাচকতা, এই মানসিকতার মানুষ এবং তাঁদের কটাক্ষকে আবর্জনার বাক্সে ফেলে সতেজ মন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। নিজে ভাল থাকব। সবাইকে ভাল রাখার চেষ্টা করব।”
আরও পড়ুন:Katrina Kaif: ফোনের অভ্যাসে রাস টানতে হবে, এমনটাই মনে করছেন ক্যাটরিনা
Image source-Google