হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হয়ে হারালেন মুনমুন সেনের (Munmun Sen) স্বামী। সম্প্রতি এই খবরকে সত্য বলে মেনে নিয়েছেন তাদের বড় মেয়ে রাইমা সেন। খবর পেয়েই মা কে নিয়ে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাইমা। আনুমানিক ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুনমুন পতি।

১৯৭৮ সালে মুনমুন (Munmun Sen) এবং ভরতের বিবাহ দেন স্বয়ং সুচিত্রা সেন। বিয়ের পরেই সিনেমা জগতে নামেন মুনমুন সেন। যা মেনে নিতে পারেনি তার মা। প্রায় এক বছর কোনো সম্পর্ক রাখেননি মেয়ে জামাইয়ের সাথে। এমনটাই জানা যায়। পরেও যদিও এই মনোমালিন্য মিতে গিয়েছিল। এরপর রাজনীতির ময়দানেও পা রাখেন মুনমুন সেন এবং সেখানেও স্বামীর পূর্ণ সমর্থন পেয়েছিলেন মুনমুন। ৪৬ বছরের বিবাহিত জীবনে কোনো অশান্তির ভোগ করেননি তারা।

আরও পড়ুন: Sushmita Dey: সাহেবের জন্মদিনে কি শুভেচ্ছবার্তা দিলেন সুস্মিতা?

Image source-Google

By Torsha