মেঘ কেটে যেতেই বাংলায় শীতের শুরু। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। এদিকে, উত্তর-পশ্চিমের বাতাস বইছে।
আজ সকালে কলকাতায় (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা।
আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, ধীরে ধীরে শীতের আমেজ শুরু হচ্ছে বাংলা জুড়ে। তবে প্রকৃত ঠাণ্ডা ১৩-১৪ তারিখ থেকে প্রত্যাশিত থাকবে বলে আশা করা হচ্ছে।
সর্বোচ্চ/মিনিট(°সে): ২৪-২৬/১৬-১৮
বৃষ্টি: শূন্য
মেঘলা: ঝাপসা
বাতাসের গতি: মাঝারি থেকে বিরতিহীন দমকা
বায়ু: উত্তর/পশ্চিম দিকে
বজ্রপাত: কম
উষ্ণ: কম
আর্দ্র: কম
আরাম: ভালো
আগামী বুধ-বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা অনেকটাই নামতে পারে। উত্তরের জেলাগুলিতেও অব্যাহত শীতের দাপট। রবিবার দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
আরও পড়ুন:বিরল প্রজাতির পশু-পাখির ডাক অনুকরণ করে,টারজানের স্মৃতি উস্কে দিল সুন্দরবনের বিস্ময় বালক