অনেকেই আছেন যাদের শুধু শীতকালে নয়, ঠোঁট ফেটে চৌচির হয়ে থাকে সারা বছর ধরে। আর তাতেই ঠোঁটের মেকআপ করতে গিয়ে বিরক্ত হয়ে পড়েন সকলে। কিন্তু এমন কিছু উপায় আছে যা আপনার ঠোঁটকে ভালো রাখবে এবং অকালে ফাটা থেকে বিরত রাখবে। চলুন দেখে নিই সেই উপায়গুলি –
১) রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে মধুর সঙ্গে লেবুর রসের মাস্ক ব্যবহার করুন। এতে ঠোঁট নরম থাকবে।
২) স্নানের সময় ভাল ভাবে চিনির গুঁড়ো আর ময়দা বা বেসন সামান্য জল দিয়ে মিশিয়ে স্ক্রাব করুন। তাতে ঠোঁটের ফাটা চামড়া উঠে গিয়ে ঠোঁট নরম হবে।
৩) স্ক্রাব করার পর ভাল করে ঠোঁট ধুয়ে শুকিয়ে নিন। তার পর তাতে লাগিয়ে ফেলুন কোনও একটি লিপ বাম। সে ভাবে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন। তার পর লিপস্টিক লাগান।
৪) ঠোঁট ফাটার সমস্যা থাকলে ম্যাট লিপস্টিক না লাগিয়ে কোনো কোমল, আর্দ্র কোনও লিপস্টিক লাগান। তাতে ঠোঁট নরম ও আর্দ্র দেখাবে।
আরো পড়ুন: Sushmita Sen: দুর্গাপুজোতে মেয়ের সাথে ধুনুচি নাচে মাতলেন সুস্মিতা
Image source-Google