আপনি কি জানেন, ভারতের চন্দ্র অভিযানের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মশলা দোসা এবং ফিল্টার কফি!কিন্তু কীভাবে?জানতে হলে দেখুন এই প্রতিবেদন!

চন্দ্রযান-৩-এর সাফল্যের হ্যাংওভার এখনও কাটেনি৷ এরই মধ্যে শনিবার রবির রহস্যভেদে উড়ে গিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি মহাকাশযান আদিত্য-এল১৷ সব মিলিয়ে মহাকাশ নিয়ে এখন মাতোয়ারা গোটা দেশ৷ গত ২৩ অগাস্ট ইতিহাস লিখে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফট ল্যান্ড করে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। সেইসঙ্গেই বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চন্দ্রজয়ের কৃতিত্ব ঝুলিতে পোড়ে ভারত৷ কিন্তু জানেন কি, ভারতের চন্দ্র অভিযানের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মশলা দোসা এবং ফিল্টার কফি! হ্যাঁ, এমনটাই ইসরো সূত্রে খবর৷ অনেকেই বলছেন, এই দু’টি খাবার না থাকলে নাকি চন্দ্রযান-৩ হয়তো সফলই হত না। কিন্তু প্রশ্ন হল, কী ভাবে চন্দ্রযান-৩ এর সাফল্যের নেপথ্য কুশীলব হয়ে উঠল মশলা দোসা আর ফিল্টার কফি? এই দুই খাবারের সঙ্গে চাঁদের সংযোগই বা কোথায়?

বেঙ্কটেশ্বরের কথায়, দোসা আর কফি দিয়েই কর্মীদের অফিসে টেনে এনেছিল ইসরো। প্রতি দিন বিকেল ৫টা বাজলেই কর্মীদের বিনামূল্যে দোসা এবং কফি খাওয়ানোর বন্দোবস্ত করেছিল কর্তৃপক্ষ। যাতে কর্মীদের মধ্যে কাজের উৎসাহ, অফিসের প্রতি ভরসা, আগ্রহ বাড়িয়ে তোলা যায়৷ নির্দিষ্ট সময়ের চেয়েও অনেকটা বেশি সময় সকলে অফিসে থেকেছেন এবং মন দিয়ে কাজ করে গিয়েছেন। কর্মীদেরা যখন নিরলস পরিশ্রম করছেন, তখন তাঁদের চাঙ্গা রেখেছে সুস্বাদু ফিল্টার কফি৷ আর পেট ভরিয়েছে মশলা দোসা।

 

 

আরো দেখুন:Shaheen Shah Afridi: আবারও বিয়ের পিঁড়িতে বসছেন পাক পেসার শাহিন!