বাংলা ধারাবাহিকে এখন টিআরপির ওপরেই সবটা নির্ভর করে। দুই তিন বছর ধরে একই ধারাবাহিক চলার প্রথা উঠে গেছে। এখন টিআরপি তালিকায় প্রথমের সারিতে না আসতে পারলেই নিজের স্লট হারাতে হয় ধারাবাহিক গুলিকে। বা কখনো কখনো বন্ধ হয়ে যেতে হয়। এবার সেই নিয়ে একটি মজার পোস্ট করলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)।

এদিন রানা সরকার (Rana Sarkar) ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘রেটিংয়ের অবস্থা খুব খারাপ। চ্যানেল ও গল্প লেখকদের একটা বুদ্ধি দিতে পারি। আপনারা বিভিন্ন চরিত্রের (অভিনেতার নয়) রাশিফল বিচার করুন, মাসিক ও দৈনিক রাশিফল অনুযায়ী বিভিন্ন চরিত্রের জীবনে বিপদ ডেকে আনুন। সব সিরিয়ালে একজন করে জ্যোতিষী চরিত্র জুড়ে দিন, খেলা জমে যাবে। এমনই রাশিফল বা জ্যোতিষ-ভবিষ্যৎবাণী চর্চা সবটাই বুজরুকি, কিন্তু সিরিয়ালের মত জ্যোতিষও মানুষ গোগ্রাসে গেলে, জনমানসে বিশ্বাসের জায়গা অর্জন করেছে।’

তিনি একই ব্যবসায় লাভের অঙ্ক বাড়ানোর টিপসও দেন। লেখেন, ‘এভাবে দর্শক টানা যায় তাহলে বিভিন্ন জ্যোতিষী ও পোর্টালের বিক্রি বেড়ে যাবে। রেটিংও বাড়বে বলে আমার ধারণা। রত্ন পাথরের বিক্রিও বেড়ে যাবে। রত্ন বিক্রেতা ও জ্যোতিষীদের বিজ্ঞাপন আসবে। সবদিকেই প্রচুর লাভ।’

আর যেসব ধারাবাহিক কুসংস্কার, বাল্যবিবাহ এসব নিয়ে এপিসোড চালালেও ডিসক্লেমার দেয় যে চ্যানেল এসব প্রমোট করেনা তাদের খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আর অবশ্যই একটা ডিসক্লেমার দেবেন যে ‘রাশিফল মিলবেই কিন্তু কোনো কুসংস্কার চ্যানেল প্রমোট করে না’।

আরো পড়ুন: Ahana Dutta: প্রাইজ জিতেই প্রেমিকের জয়গান, মায়ের কথা কি মনে পড়েনা অহনার?

Image source-Google

By Torsha