গত সোমবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার পাঁশকুড়ায় ব্লক তৃণমূল (TMC) কংগ্রেসের সাংগঠনিক কমিটি গঠন করা হয়।সাংবাদিক সম্মেলন করে সেই কমিটি গঠন করেছিলেন পাঁশকুড়া ব্লকের সভাপতি সুজিত রায়।সুজিত রায়ের কমিটি গঠনের পরই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিল দলের একাধিক নেতৃত্ব।তারপরে বুধবার সন্ধ্যায় পূনয়ার মাইশোরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্লক কমিটি নিয়ে মাইশোরাতে বিক্ষোভ মিছিল করল।তাদের মূলত দাবী নিহত তৃণমূল নেতা কুরবান আলী শায়ের অনুগামীরা ব্লক কমিটি কিংবা অঞ্চল কমিটিতে স্থান দেওয়া হয়নি।

এই বিষয় নিয়ে মাইশোরা পঞ্চায়েতের উপপ্রধান স্বপন খাঁড়া জানান,-যারা একসময় বিজেপির হয়ে ভোট করিয়েছিল তারাই আবার তৃণমূলের পদ পেয়েছে।এদিন মিছিল থেকে ব্লক সভাপতি সুজিত রায়ের অপসারণের দাবী তোলা হয়।মাইশোরাতে উন্নয়ন মূলক কাজ আটকে দিয়েছে ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি এমনও অভিযোগ করেন বিক্ষুব্ধরা!

অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন,-যদি কারো ক্ষোভ থাকে তারা জেলা সভাপতি কে জানাবে রাজ্য সভাপতি কে জানাবে, তারা মিছিল করবে কেন।কারণ যারা মিছিল করছে তারা শুভেন্দু অধিকারীর জামা পরে মিছিল করছে।এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তারাই জায়গা পেয়েছে।

যদিও এই নিয়ে তৃনমূলকে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপি জেলা নেতৃত্ব মৃণাল জানার দাবী-“পদ পাওয়া নিয়ে নিজের দলের নেতাদের বিরুদ্ধে মিছিল নতুন কোনো বিষয় নয়।এখানে পদ থাকলে কাটমানি থাকবে।ছোটো পদে কম কাটমানি, বড় পদে বড় কাটমানি।এদের জনসেবা মূল কাজ নয়।যে যেইরকম পদ থাকবে,সে সেইরকম কাটমানি পাবে।তাই তাদের পদ নিয়েই দ্বন্দ!”

 

 

আরো পড়ুন:Purulia:মৎস্যজীবীদের একত্রিত করতে ‘ফিস’ সম্মেলনের আয়োজন পুরুলিয়ায়