বর্তমানে কমেডি দুনিয়ায় এক অন্যতম জনপ্রিয় মুখ হলেন ভারতী সিং (Bharti Singh)। নিজের ট্যালেন্টের জোরে আজ তিনি সারা দেশে খ্যাতি অর্জন করেছেন। তবে পরিস্থিতি তার জন্য এত মধুর ছোট থেকেই ছিলনা। বহু কষ্ট করে দারিদ্রতার মধ্যে মানুষ হয়েছেন তিনি। তাই আজ তিনি শুধু একজন পরিচিত মুখ নন, বরং বহু মানুষের অনুপ্রেরণা।

ভারতী ইতাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন ছোট থেকে অনেক দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন তিনি। তিনি দেখেছেন তার মা কিভাবে কঠোর পরিশ্রম করে তার সন্তানদের বড় করে তুলেছেন।এই দারিদ্রতা আর কখনোই দেখতে চান না তিনি। তাঁর কথায়, ‘আমি গিয়ে যে বাচ্চারা বাজি ফাটাত তাদের কাছে দাঁড়িয়ে থাকতাম এই আশায় যে আমিও কখনও বাজি ফাটাব। আমার মা যখন লোকের বাড়িতে কাজ করত আমি দরজার বসে থাকতাম। বাথরুম পরিষ্কার করত মা। ফেলে দেওয়া, বেঁচে যাওয়া খাবার নিয়ে আসত মা যে বাড়িতে কাজ করত সেখান দিয়ে। ওদের কাছে খারাপ খাবারটা আমাদের কাছে অমৃত হয়ে উঠত। এভাবে আমাদের দিন কাটত।’

ভারতী (Bharti Singh) জানান তিনি যখন দেখেন কেউ খাবার নষ্ট করছে তার উপর তিনি বেশ রেগে জন। একটা সময় এই খাবার সংগ্রহ করার জন্য তাকে কম কষ্ট করতে হয়নি। তাই কেউ খাবার নষ্ট করলে তিনি সহ্য করতে পারেন না। এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যখন কখনও দেখি কেউ আধ খাওয়া আপেল ফেলে দিচ্ছেন আমার তখন মনে হয় সেই লোকটার খারাপ হোক এভাবে খাবার নষ্ট করার জন্য। কখনও মনে হয় আমি তুলে খেয়ে নিই অন্তত অপচয় তো হবে না।’

আরো পড়ুন: Manasi Sinha: দুর্নিবারের সিদ্ধান্তকে সমর্থন করে কাকে ঠুকলেন মানসী?

Image source-Google

By Torsha