বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন বিদ্যা বালান (Vidya Balan)। একাধিকবার নানা ধরনের ছবি করে বারবার নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ২০০৯ সালে তার অভিনীত “পা” সাড়া ফেলে দিয়েছিল চারিদিকে। ছবিতে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ছবিতে দেখা যায় অরো অর্থাৎ অমিতাভ বচ্চনের চরিত্রটির বয়স ছিল মাত্র ১২ বছর এবং এই বয়সেই সে বিরল রোগ প্রজেরিয়ায় আক্রান্ত। তার মায়ের চরিত্রে অভিনয় করার জন্য বিদ্যার কাছে প্রস্তাব এলে বেশ অবাক হন তিনি। সম্প্রতি এই ছবিতে অভিনয় করার প্রসঙ্গে বিদ্যা খোলাখুলি কথা বলেন।
বিদ্যা (Vidya Balan) বলেছেন, ‘‘আমি তো প্রথমে একটু ধন্দে ছিলাম। কারণ, বাল্কি প্রস্তাব দেওয়ার পর আমি ওঁকে পাগল ভেবেছিলাম! আর ও আমাকে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে কেন ভাবছে, সেটা আমাকে অবাক করেছিল।’’ সেই সঙ্গে বিদ্যা বলেন, ‘‘একমাত্র এই ছবির চিত্রনাট্যটা আমি আমার কয়েক জন বন্ধুকে দেখিয়েছিলাম। কারণ প্রাথমিক চমকটা ভাঙার পর বুঝতে পেরেছিলাম, চিত্রনাট্যটা অসাধারণ।’’
তাঁর কথায়, ‘‘এক জন অভিনেত্রী হিসেবে আমি প্রায় ঝাঁপিয়ে চিত্রনাট্যটা নিতে চেয়েছিলাম। কিন্তি পাশাপাশি চিত্রনাট্য পড়ার পর কাহিনি নিয়ে মানুষ কী ভাবছেন, সেটা জানাও প্রয়োজন ছিল।’’ বিদ্যা জানিয়েছেন চিত্রনাট্য পড়ে কাছের বন্ধুদের মধ্যে সকলেই তাঁকে ছবিটি করার পরামর্শ দেন। কিন্তু তার পরেও তিনি রাজি হতে সময় নিয়েছিলেন। বিদ্যার কথায়, ‘‘আমার রাজি হওয়ার পিছনে আলাদা কোনও ভাবনা ছিল না। সাহসে ভর করেই রাজি হয়েছিলাম।’’
আরো পড়ুন: Durnibar Saha: দুর্নিবারের দ্বিতীয় বিয়েতে শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়লেন কৌশিক
Image source-Google