দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হলেন সাই পল্লবী। চিকিৎসাবিদ্যার এই প্রাক্তন ছাত্রীর কাছে অভিনয় জগতে আসার জার্নিটা খুব একটা সুমধুর ছিলনা। এই পেশা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বোঝার আগেই সে এই পেশার প্রেমে পরে গেছেন। তবে সব পেশার ক্ষেত্রেই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে।
বেশ কিছু বছর ধরেই দেখা যাচ্ছে পর্দায় যাদের জীবন দেখে আমরা আকাঙ্খিত হই তারাও এই ‘মিটু’ নিয়ে মুখ খুলেছেন। ইন্ডাস্ট্রিতে অনেকসময়ই অভিনেত্রীদের নানারকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সাই পল্লবী (Sai Pallavi)।
তিনি বলেন,“শারীরিক নিগ্রহ বা নির্যাতন তো অনেক দূরের কথা। যদি কেউ যদি নোংরা ভাষায় কথা বলে, অথবা যদি কোনও ভাবে আকারে-ইঙ্গিতেও মনে হয় যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা হলে মুখ বন্ধ রাখা কখনও উচিত নয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো দরকার।”
প্রসঙ্গত, শোনা যাচ্ছে ‘পুষ্পা’র দ্বিতীয় ভাগে দেখা যেতে চলেছে সাই পল্লবীকে। ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে ফাহাদ ফাসিলের বিপরীতে থাকবেন অভিনেত্রী সাই পল্লবীর। আগামী মাস থেকেই ছবির শুটিংয়ের কাজে মন দেবেন সাই পল্লবী (Sai Pallavi)।
আরো পড়ুন: Swasthya Bhawan:পুলিশের মারে রক্তাক্ত অগ্নিমিত্রা!স্বাস্থ্য ভবন অভিযানে রণক্ষেত্র
Image source-Google