পারিশ্রমিক বৈষম্য বহু যুগ ধরে চলে আসছে বিনোদনের দুনিয়ায়। বহু মহিলা শিল্পীকে এই নিয়ে মুখ খুলতে দেখা গেছে। অনেকেই জানিয়েছেন পুরুষ শিল্পীদের থেকে তাদের পারিশ্রমিক তুলনামূলকভাবে ছিল কম। আর এবার মুখ খুললেন ক্লেয়ার ফয়। নেটফ্লিকসের অত্যন্ত জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’-এ রানি দ্বিতীয় এলিজাবেথের তরুণ বয়সের চরিত্র করে প্রশংসিত হয়েছিলেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী অভিনেত্রী অভিযোগ করেছেন, সিরিজটিতে ম্যাট স্মিথের চেয়ে কম পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
ক্লেয়ার ফয় বলেন, ‘আমি ধাক্কা খেয়েছিলাম, বলব না, তবে খুব হতাশ হয়েছিলাম। এমন নয় যে কেঁদেকেটে একাকার করেছি, তবে ভীষণ ভেঙে পড়েছিলাম।’
সাক্ষাৎকারে ক্লেয়ার (Claire Foy) আরও বলেন, ‘আমি সত্যি সত্যি এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। এখানে অনেক প্রতিভাবান তারকা শিল্পী তৈরি হয়েছে। এই জগতে দারুণ সব মানুষ আছে। তবে কিছু বিষয় হয়তো আপনি শোনেন, কিছু আপনার নিজের সঙ্গেও হয়। তখন মনে হয়, এটা আমি কী করছি? কেন করছি? মনে হয়, আমার আর এই কাজ করা উচিত কি না।’
২০১৬ ও ২০১৭ সালে ‘দ্য ক্রাউন’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন ক্লেয়ার ফয় (Claire Foy)। ২০২০ ও ২০২২ সালে প্রচারিত সিজনগুলোতেও ছিল স্বল্প সময়ের উপস্থিতি
আরো পড়ুন: Kangana Ranaut: নওয়াজের পাশে দাঁড়ালেন কঙ্গনা