২০ মাস পর আবার নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন বলিউডের বিতর্কের রানী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। নানারকম বিতর্কিত কথা বার্তার জন্য তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল। কর্তৃপক্ষ তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি খুশি যে, আমি টুইটারে নেই। আমি টুইটারে ফিরে এলে লোকজনের জীবনে উত্তেজনা বেড়ে যায়, আর আমার জীবনে বাড়ে সমস্যা। বিভিন্ন রাজ্যে আমার বিরুদ্ধে মামলা হয়ে যায়।’’
তবে অ্যাকাউন্ট একবার হারিয়েও শিক্ষা হয়নি তার। আবার অ্যাকাউন্ট ফিরে পেয়েই আজকে পাঠান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন কঙ্গনা (Kangana Ranaut)। তাঁর কথায়, “ইন্ডাস্ট্রি মূর্খদের জায়গা। নোংরামি ছাড়া কিছু হয় না এখানে। যখনই কোনও সৃষ্টি বা রক্ত জল করা প্রয়াস সামনে আসে, আপনার মুখে ছুড়ে দেওয়া হবে অর্থের ঝঙ্কার। সিনেমা কতটা ভাল হল, তা মাপা হবে টাকার অঙ্কে। তা হলে শিল্পের আর দরকার কী? করুণা হয়।”
মঙ্গলবার টুইটারে ফিরে এসে কঙ্গনা লিখেছিলেন, ‘‘এখানে ফিরে এসে ভাল লাগছে।’’ সঙ্গে শেয়ার করেন তাঁর পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’-র একটি ক্লিপিং। ‘‘ছবির শুটিং ভাল ভাবে শেষ হয়েছে’’ সেটিও জানিয়েছেন কঙ্গনা।
আরো পড়ুন: Gnaatchhora: তবে কি গাঁটছড়ার চলার পথ শেষ হলো?