খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতেই তৈরি করুন পাউরুটির উপমা। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ

১০-১২টা স্লাইস ব্রেড, পরিমাণমতো সাদা তেল, এক চা চামচ কালো গোটা সর্ষে, ২টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, কয়েকটা কারিপাতা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ, হাফ কাপ টক দই, ধনে পাতা কুচি

পদ্ধতি

১) পাউরুটিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিন।

২) গ্যাসে কড়াই গরম করে তাতে টুকরো করা পাউরুটিগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করুন। তার পর প্লেটে নামিয়ে নিন।

৩) এবার ওই কড়াইতেই সাদা তেল গরম করে তাতে কালো সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, কারিপাতা, পেঁয়াজ কুচি দিয়ে মিনিট তিনেক নাড়াচাড়া করুন। হালকা ভেজে নিন। আপনি চাইলে এতে আলু, টমেটো, গাজর আর বিনস কুচিও ব্যবহার করতে পারেন।

৪) পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এগুলি মিশিয়ে নিন ভাল মতো।

৫) এর পর টক দই দিয়ে নাড়াচাড়া করুন বেশ কিছুক্ষণ। ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, তাহলে দই কেটে যেতে পারে।

৬) দই ভাল করে মিশে গেলে দিয়ে দিন পাউরুটিগুলো। মিনিট তিনেক সময় ধরে সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন।

৭) এর পর ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি পাউরুটির উপমা।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু বাসন্তী মালাই মিষ্টি

 

 

By Torsha