‘দলকে হেনস্থা করে লাভ নেই,মানুষ আমাদের পাশেই আছে’রবিবার ২৬ তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের উদ্দেশ্যে এমনি কথা বলেন খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।মূলত শনিবার একদিকে যেমন নতুন বছরের আমেজ তেমনই অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার সকাল থেকেই সাজ সাজ রব দেখা গিয়েছিল মধ্যমগ্রামে।রবিবার মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,সাংসদ কাকলি ঘোষ দস্তিদার,বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, চেয়ারপার্সেন সব্যসাচী দত্ত সহ বিশিষ্ট জনেটা।এদিনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী বলেন,-“প্রতিনিয়ত তিল কে তাল করার চেষ্টা চলছে।ইডি সিবিআই দিয়ে বিভিন্ন ভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলো আমাদের দলকে হেনস্থা করছে।এতে খুব একটা লাভ হবে না।মানুষ আমাদের পাশেই আছে।বাংলার মানুষ আমাদের দল,মমতা দিদিকে বিশ্বাস করে।”এরপরই তিনি আরো যোগ করে বলেন,-“কয়েকজন দলে বিশ্বাসঘাতকতা করেছে।তাদের দল শাস্তি দেবে,পরিত্যাগ করবে।আপনারা মিথ্যা অপপ্রচার করবেন না।”

পাশাপাশি পঞ্চায়েত ভোট নিয়ে মন্ত্রী এদিন বলেন,-“এবছর পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েতের মধ্যে দিয়ে আমরা মানুষের বিকাশ ঘটিয়েছে।বাড়িতে পানীয় জল,রাস্তাঘাটের পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে একাধিক বিকাশ ঘটেছে।মানুষ জানে কোন দল পাশে আছে।যারা বলেছিল এই দল ৩ মাস টিকবে।তাদের আবারও আজ জবাব দিল আমাদের দল,এবং সাধারণ মানুষ।”

অন্যদিকে,রবিবার মধ্যমগ্রাম পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করা হয়।এছাড়াও সারাদিনব্যাপী কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়।দেখা যায়,এদিনের ওই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।এছাড়াও ছিলেন পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ রাহা,পৌরপিতা অরূপ কুমার ঘোষ (ভুটো),ওয়ার্ড সভাপতি মণিদ্র নাথ চক্রবর্তী, মধ্যমগ্রাম বিধানসভার সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ ইন্দ্রজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

আরো পড়ুন:Arijit Singh : ‘গেরুয়া’ গান গাওয়ার কারণে কলকাতায় বাতিল হয়ে গেল অরিজিৎ সিংয়ের শো ?