ইসরায়েলের (Israel) প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন নেতানিয়াহু। ইসরায়েল দেশটি তার ৭৪ বছরের ইতিহাসে সবথেকে দক্ষিণপন্থী সরকার পেতে চলেছে।

ক্ষমতার হস্তান্তর যাতে মসৃণভাবে হয় সেদিকে সমস্ত রকম ব্যবস্থার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।

ইসরায়েলের (Israel) সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের সাধারণ নির্বাচনে নিষ্পত্তিমূলক বিজয়ের মাধ্যমে প্রত্যাবর্তন করেছেন।

বৃহস্পতিবার ভোটের ফলাফলে প্রকাশ্যে আসতেই দেশে জুড়ে আলাদা আমেজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় চূড়ান্ত হাজার ভোটের গণনা হওয়ার সময়, প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বিরোধীদলীয় নেতা নেতানিয়াহুকে প্রতিদ্বন্দ্বিতা

স্বীকার করতে আহ্বান জানান। ফল বেরোনোর পর তিনি নেতানিয়াহুকে শুভেচ্ছা জানিয়েছেন।

লাপিদ এক বিবৃতিতে বলেছেন ‘ইসরায়েল রাষ্ট্র যে কোনো রাজনৈতিক

বিবেচনার ঊর্ধ্বে..আমি ইসরায়েলের জনগণ এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য নেতানিয়াহুর সৌভাগ্য কামনা করছি।’

নেতানিয়াহুর দক্ষিণপন্থী জোট পার্লামেন্টের ১২০ টি আসনের মধ্যে ৬৪ আসনে জয়লাভ করেছে।

অপরদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি জিতেছে ৩২ টি আসন। কট্টর

রক্ষণশীল পার্টির আয়ত্তে এসেছে ১৮টি আসন এবং দক্ষিণ-চরমপন্থী দলগুলির জোট পেয়েছে ১৪ টি আসন।

নেতানিয়াহুর বিজয়ের প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ট্যুইট বার্তায় নির্বাচনী সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য যৌথ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

ভারত-ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বকে অগ্রাধিকার দেওয়ার জন্য নরেন্দ্র মোদী লাপিদকেও ধন্যবাদ জানিয়েছেন।