৭ অক্টোবর অভিনেতা- পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) জন্মদিন। আর এই বিশেষ দিনেই মুক্তি পেল অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) পরিচালিত প্রথম ছবি ‘বল্লভপুরের রূপকথা’ (Ballavpurer Roopkotha) -র প্রথম গান।

এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya), সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। থাকছেন শ্যামল চক্রবর্তী, কৃপাবিন্দু চৌধুরী, সুরজিৎ সরকার, সুমন্ত রায়, দেবরাজ ভট্টাচার্যরাও। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, অনির্বাণ ভট্টাচার্য ও প্রতীক দত্ত।

‘সাজো সাজাও’ (Shaajo Shaajao) গানটি গেয়েছেন সাহানা বাজপেয়ী (Sahana Bajpaie)। গানের কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। সঙ্গীত পরিচালনা করেছেন দেবরাজ ভট্টাচার্য।

বহুমুখী অভিনেতা হিসাবে ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে নিজের ওয়েব সিরিজ মন্দারের পরিচালক হিসাবে ফুল মার্কস পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ওয়েব সিরিজে হাতে খড়ির পর এবার পালা বড় পর্দার। এসভিএফ (SVF)-এর ব্যানারে আসছে তাঁর ডেবিউ ফিচার ফিল্ম ‘বল্লভপুরের রূপকথা’। হরর কমেডি জনারের (Horror Comedy Genre) এই ছবিটি বাদল সরকারের জনপ্রিয় নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে তৈরি হবে। ছবির গল্প লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং প্রতীক দত্ত।

মন্দারের সুবাদে জাতীয় স্তরেও স্বীকৃতি পেয়েছেন অনির্বাণ। সদ্যই ওটিটি প্লে অ্যাওয়ার্ডে সেরা সংলাপের পুরস্কার জিতেছেন তিনি। এবার নতুন চমক নিয়ে হাজির। চলতি বছর কালীপুজোয় মুক্তি পাবে এই ছবি। বাদল সরকারের জনপ্রিয় নাটককে কতটা সফলভাবে রুপোলি পর্দায় তুলে ধরতে পারেন পরিচালক অনির্বাণ সেটাই এখন দেখবার।

আরও পড়ুন…Ranveer Singh: “তাতাড় তাতাড়” গানে রণবীর সিং এর সঙ্গে পা মেলালেন এনবিএ স্টার ইয়ানিস আন্তেতকুম্পো