১৯৯৮ সালের অগস্ট মাসে মুক্তি পেয়েছিল জনপ্রিয় ছবি শাহরুখ-মনীষা অভিনীত ‘দিল সে’ (Mani Ratnam)। তবে তারপর আর দেখা মেলেনি এই জুটির । ব্যর্থ ছিল না দিল সে ছবি। তবু কেন তাঁরা একসাথে কাজ করেনি তা ধোয়াঁশা।
সমালোচক হোক বা দর্শক ছবিটি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে । সকলেই মতামত দিয়েছিল পক্ষেই। তাই বিবাদ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর কি ভবিষ্যতে দেখা যাবে না একসঙ্গে কাজ করতে এই জুটিকে ? পরিচালকের পরিষ্কার উত্তর , ‘শাহরুখ চাইলেই হবে।’
‘দিল সে’-র পরেও বলিউডে একের পর এক ধামাকাদার ছবি পরিচালনা করেছেন মণিরত্নম। ‘যুবা’, ‘গুরু’, ‘রাবণ’-এর মতো ছবি তৈরী করছে এই পরিচালক। । কিন্তু কোনো ছবিতেই ছিলেন না সবার প্রিয় কিং খান বরং তিনটি ছবিতেই একটাই চেনা মুখ , অভিষেক বচ্চন। সূত্রের মতে , মণিরত্নমের হাত ধরেই কেরিয়ারের শুভ সূচনা করেছিলেন জুনিয়র বচ্চন। তাহলে শাহরুখকে নিয়ে কোনও ছবি করবেন না কেন পরিচালক ?অনুরাগীদের প্রশ্নে দেখা মিলেছে হালকা ক্ষোভের । তবে , সব ক্ষোভের অবসান ঘটিয়ে নিজের আগামী ছবি ‘পোন্নিয়ান সেলভান ১’-এর প্রোমোশন করতে এসে শাহরুখের সঙ্গে আবারো কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন পরিচালক মণিরত্নম (Mani Ratnam) ।
মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে মণিরত্নম জানান , ‘শাহরুখের সঙ্গে আমি ফের কাজ করতে চাই। একটা আইডিয়াও আমার মাথায় আছে। তবে তা বাস্তবায়নের জন্য দুর্দান্ত একটা চিত্রনাট্য লিখতে হবে। না হলে কিন্তু শাহরুখ খানকে রাজি করানো সম্ভব না। খুব তাড়াতাড়ি ওকে নিয়ে একটা ছবি করব। তাই শাহরুখ চাইলেই ফের একসঙ্গে কাজ হবে।’
মণিরত্নমের (Mani Ratnam) এই ছবির মধ্যে দিয়ে বছর তিনেক পর বড়পর্দায় দেখা মিলবে ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্যের সঙ্গেও কিন্তু চারটি ছবিতে কাজ করেছেন পরিচালক মণিরত্নম। ‘ইরুভার’ থেকে শুরু করে পর পর করেছেন ‘গুরু’, ‘রাবণ’ এর মতো ছবি ।
আরও পড়ুন :Falguni – Neha : বিতর্কের পরও এক মঞ্চে দুই গায়িকা , অবাক দর্শকরা