হাতে আর একসপ্তাহ বাকি।তারপরই গোটা রাজ্য মেতে উঠবে দুর্গাপুজোর উত্সবে।কিন্তু সেখানে কপালে ভাঁজ ফেলেছে ডেঙ্গি (Dengu)।গোটা রাজ্যে বেড়ে গিয়েছে ডেঙ্গির প্রকোপ।আট থেকে আশি আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন।সবথেকে খারাপ অবস্থা কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটা জেলার।ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য কর্তারা।এবার ফের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল কলকাতার মেয়র তথা রাজ্যর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)।
তুখর নজরদারি চালালেন বিধাননগরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে।পাশাপাশি বিধাননগরের পরিস্থিতি জানতে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মন্ডল সহ পৌর আধিকারিক এবং কাউন্সিলরদের নিয়ে বিধাননগর পৌরভবনে বৈঠকও করলেন।ডেঙ্গি দমন করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয়?কোন পদ্ধতিতে তার সঠিক নিয়ন্ত্রণ সম্ভব সেইসব বিষয়ে এদিন বৈঠকের মাধ্যমে আলোচনা করেন ফিরহাদ হাকিম।
সূত্র মারফত জানা যায়,বিধাননগরের কোন ওয়ার্ডে সবথেকে বেশি ডেঙ্গুর প্রকোপ বেশি,এদিন তাও জানতে চান ফিরহাদ হাকিম।একইসঙ্গে সেই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের বিশেষভাবে সতর্কও করেন তিনি।
আরো পড়ুন:Anubrata Mondal:অনুব্রতহীন বোলপুরে আবারও হানা দিল সিবিআই!নজরে এবার অনুব্রত কন্যা