ঘরোয়া এই উপাদান রূপচর্চায় বিভিন্নভাবেই ব্যবহৃত হয়ে থাকে। এটি ব্রণ দূর করতে চমৎকার কাজ করে। বেকিং পাউডার সঙ্গে পানি অথবা মিল্ড ক্লিনজার মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট ত্বকে কিছুক্ষণ ঘষতে থাকুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিন। মোলায়ে ত্বক দেখতে পাবেন।

 

 

গ্রিন টি পানের পর, সেই টি ব্যাগ দিয়েই চটজলদি তৈরি করে নিতে পারেন ফেস প্যাক। এর জন্য ব্যবহৃত গ্রিন টি ব্যাগ থেকে সবুজ চা পাতা বের করে একটি পাত্রে রেখে তাতে সমপরিমাণে মধু, বেকিং পাউডার মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। তারপর ১০-১৫ মিনিটের জন্য এই প্যাকটিকে মুখে লাগিয়ে রাখুন। গ্রিন টি ত্বককে ঝুলে পড়তে দেয় না।

 

বেকিং পাউডার কনুইয়ের হাঁটুর কালো দাগ(Black spots )তুলতে দারুন কার্যকারী।বেকিং প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। হাতের কনুই ও হাঁটুর কাল দাগ দূর করতে বেকিং পাউডার ব্যবহার যেভাবে করবেন। কাঁচা দুধ এর সাথে বেকিং পাউডার মিশিয়ে নিন পেস্টটি কালো দাগের আক্রান্ত জায়গায় ম্যাসেজ করুন ৪/৫ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শুকাতে দিন ভালোমতো। সপ্তাহে তিন থেকে চারদিন ব্যবহার করবেন কালো দাগ উঠে যাবে।

 

Image source-google