কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) খেলতে গিয়ে এক জন কুস্তিগির, এক জন জুডো খেলোয়াড় এবং জুডো কোচ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই শ্রীলঙ্কা দলের। সোমবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। পরে দু’জনকে খুঁজে পাওয়া যায়। তাঁদের পাসপোর্ট জমা দেওয়া আছে।

শ্রীলঙ্কা দলের ওই তিন জন নিখোঁজ হওয়ার পরই শ্রীলঙ্কা দলের বাকি সদস্যদের সব নথি নিয়ে নেওয়া হয়েছে। সুত্রের খবর, ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের তরফে বলা হয়েছে, “বছর ৩০-এর এক মহিলা এবং বছর ৪০-এর এক পুরুষ নিখোঁজ ছিলেন ১ অগস্ট থেকে। তাঁদের পাওয়া গিয়েছে। ৪ অগস্ট আরও এক জন নিখোঁজ হন। বছর ২০-র সেই পুরুষের খোঁজ চলছে।” শ্রীলঙ্কা দলে মোট ১৬১ জন খেলোয়াড় রয়েছেন। সেই সঙ্গে কমনওয়েলথে (Commonwealth Games 2022) এসেছেন তাঁদের কোচরা। তাঁদের দেওয়া হয়েছে ১৮০ দিনের ভিসা।

আরও পড়ুন: Ishan Kishan: সূর্যকুমারের স্ত্রীর কাছে কি আবদার রাখলেন ঈশান

প্রাথমিক সুত্রে মনে করা হচ্ছে, শ্রীলঙ্কার রাজনৈতিক অবস্থার জন্যই তাঁরা ফিরতে চাইছেন না। জরুরি অবস্থা চলছে শ্রীলঙ্কায়। সেখানে বাজারদর আকাশছোঁয়া। জ্বালানি পাওয়া যাচ্ছে না। অর্থনৈতিক অবস্থাও ঠেকেছে তলানিতে। (Commonwealth Games 2022)