শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হল দীনেশ গুণবর্ধনেকে (Dinesh Gunawardena)।শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন।মূলত এক সপ্তাহের মধ্যেই ওলট-পালট হয়ে গিয়েছে শ্রীলঙ্কার রাজনৈতিক পটভূমি। আর্থিক সঙ্কটে ডুবে থাকা দেশ ছেড়ে খোদ প্রেসিডেন্টই পালিয়ে যাওয়ায়, সাময়িকভাবে অভিভাবকহীন হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। পরে সিঙ্গাপুর থেকে গোতাবায়া রাজাপক্ষে ইস্তফাপত্র পাঠালে নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করা হয় দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেকে। ফলে বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ফাঁকা পড়ে রয়েছে।
সেই শূন্যপদ পূরণ করতেই দেশের প্রাক্তন মন্ত্রী দীনেশ গুণেবর্ধনেকেই (Dinesh Gunawardena) প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করলেন রনিল বিক্রমসিঙ্ঘে।শুক্রবার কলম্বোর ফ্লাওয়ার রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাঁড়িয়েই তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে থেকেই দীনেশ গুণবর্ধনের নাম প্রধানমন্ত্রী হিসাবে ভেবে রেখেছিলেন নয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। শুধুমাত্র দক্ষ প্রশাসক বা প্রাক্তন মন্ত্রী হিসাবেই নন, গুণবর্ধনেকে স্কুলজীবন থেকেই চেনেন রনিল বিক্রমসিঙ্ঘে। তারা সহপাঠী ছিলেন। দেশের সঙ্কটময় পরিস্থিতিতে বিশ্বস্ত কাউকে পাশে চাই, সেই কারণেই তিনি ছোটবেলার বন্ধুকেই প্রধানমন্ত্রী হিসাবে চেয়েছিলেন বলে জানা যায়।
আরো পড়ুন:Srilanka : চরম রাজনৈতিক সংকটে আজ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন