দুঃসংবাদ সিরিজ (Netflix) এবং মুভিজ লাভার্স দের জন্য ! এতদিন একজন বন্ধুর সাবস্ক্রাইব করা নেটফ্লিক্স থেকে পাসওয়ার্ড নিয়ে দেখতে পারতো বাকিরা। কিন্তু এবারে তা আর হবে না।

গত ২ কোয়ার্টার থেকে Netflix অনেক সাবস্ক্রাইবার হারাচ্ছে। Netflix বিশ্বাস করে পাসওয়ার্ড শেয়ার করা গ্রাহক হারানোর একটি মূল কারণ। প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ মিলিয়নেরও বেশি পরিবার (Netflix) এটি বিনামূল্যে ব্যবহার করে। Netflix পাসওয়ার্ড শেয়ার করার জন্য ব্যবহারকারীদের চার্জ করা শুরু করে।

বস্তুত , একজনের যদি সাবস্ক্রাইব করা থাকতো তাহলে বাকিরাও ব্যবহার করতে পারতো ওই একই পাসওয়ার্ড ব্যবহার করে। সেই কারণে অনেকেই নেটফ্লিক্স (Netflix) এর বিশেষ শো গুলি দেখতে পেত অথচ তা দেখতো বিনামূল্যে। যার জন্য অনেকটা আর্থিক ঘাটতি হয়েছে নেটফ্লিক্স এর। সেই কারণেই এখন পাসওয়ার্ড শেয়ার করলেও দিতে হবে টাকা।

আরও পড়ুন :Abhishek Banerjee:উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকবেন তৃণমূল!