টোকিয়ো অলিম্পিক্সে সাফল্য পাননি দীপিকা কুমারী (Deepika Kumari)। ফলে ব্যর্থতার পর প্রায় হারিয়েই গিয়েছিলেন তিনি। তবে ভারতীয় এই তিরন্দাজ ফের ফিরে এলেন শিরোনামে। মঙ্গলবার থেকে শুরু হতে চলা প্যারিস বিশ্বকাপে নামবেন তিনি।
গত বছর প্যারিসেই বিশ্বকাপে সোনা জিতেছিলেন দীপিকা (Deepika Kumari)। ২৮ বছরের এই তিরন্দাজকে নিয়ে আশা ছিল অলিম্পিক্সেও। কিন্তু সেখানে কোনও পদক জিততে পারেননি তিনি। তাঁর স্বামী অতনু দাসও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। ভারতীয় দলেও জায়গা হারান দীপিকা। এশিয়ান গেমসের দলে দু’জনের কেউই জায়গা পাননি। পরবর্তী সময় যদিও সেই প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়। আগে এশিয়ান গেমস এবং বিশ্বকাপের স্টেজ থ্রি-র জন্যে একই দল বেছে নেওয়া হত। ভারতের সেরা আট তিরন্দাজের মধ্যে ট্রায়াল নেওয়া হয়। আর সেই সুযোগ কাজে লাগান দীপিকা। ঢুকে পড়েন ভারতীয় দলে।
আরও পড়ুন: Harmanpreet Kaur: হরমনপ্রীতের নেতৃত্বে প্রথম প্রতিযোগিতায় নামছে ভারত
দীপিকার (Deepika Kumari) পাশাপাশি সুযোগ পেয়েছেন প্রবীণ যাদব। আর দীপিকা সুযোগ পাওয়ায় ছিটকে গেলেন কমলিকা বারি। সেই সঙ্গে বাদ গিয়েছেন সচিন গুপ্ত-ও।