উত্তরাখণ্ডে যমুনা নদীর উপত্যকার খাদে পড়ে গেল যাত্রীবোঝাই এক বাস(Uttarakhand Bus Accident)। এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুর্ঘটনায় অন্তত ২২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এসডিআরএফও টিম। এখনো উদ্ধার কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা যাচ্ছে হিমাচল উত্তরাখণ্ডের সীমান্তবর্তী এলাকা দামতায় এই দুর্ঘটনাটি(Uttarakhand Bus Accident) ঘটে। দুর্ঘটনার সময় বাসে মোট ২৮ থেকে ২৯ জন যাত্রী উপস্থিত ছিলেন। ২২ জন যাত্রীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর বাসটি হরিদ্বার থেকে আসছিল। বাসে উপস্থিত যাত্রীরা মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা। তারা তীর্থ দর্শনে বেরিয়েছিলেন এবং ফেরার পথেই ঘটে দুর্ঘটনা(Uttarakhand Bus Accident)। কুড়াল আর এস এইচ ও অশোক কুমার জানিয়েছেন বাস দুর্ঘটনায় ২২ জনের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে। বাকি যাত্রীদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আর কেউ ঘটনাস্থলে আটকে আছেন কিনা তার খোঁজ চলছে।