রবীন্দ্র জন্মজয়ন্তীতে (Rabindra Jayanti) মুখ্যমন্ত্রীর নিশানায় সিবিআই।

দেড় যুগ কেটে গেলেও সিবিআই চুরি যাওয়া নোবেল উদ্ধার করতে না পারায় অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বললেন, ‘‌এখনও আমার দুঃখ হয়, তাঁর নোবেল পুরষ্কার আজও উদ্ধার হয়নি। এটা বামফ্রন্ট আমলের ঘটনা। তদন্তটা সিবিআইকে করতে দিয়েছিল।

ওরা হয়তো কেসটা ক্লোজ করে দিয়েছে। এটা আমাদের বড় অসম্মান। বড় গায়ে লাগে।

এত বড় একটা জিনিস প্রথম আমরা পেলাম। সেটা কেউ নিয়ে নিল।

মনে রাখবেন একটা নোবেল পুরষ্কার চলে গেলেও রবীন্দ্রনাথকে ভোলা যায় না। নোবেল আমাদের মনে গেঁথে দিয়ে গিয়েছেন।’

এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কবিগুরু একজনই হন। কবিগুরু না থাকলে নবজাগরণ হতো না। বিশ্বকবির সৃষ্টিতে ঐক্যের বার্তা আছে। আমাদের তা মেনে চলতে হবে।’‌

রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti) উপলক্ষে সোমবার ক্যাথিড্রাল রোডে রাজ্যের পক্ষ থেকে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানেই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ছিলেন, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ বহু বিশিষ্টজন।

সেখানেই নোবেল চুরি নিয়ে একরাশ দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।