আইপিএলের মাঝপথে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন রবীন্দ্র জাডেজা। পুনরায় নেতৃত্বের দায়িত্ব সামলাবেন মহেন্দ্র সিংহ ধোনিই। ধোনির নেতৃত্বে ফেরা নিয়ে উচ্ছ্বসিত তাঁর প্রাক্তন সহ-অধিনায়ক সুরেশ রায়না (Suresh Raina)। তাঁর মতে এই পরিস্থিতি থেকেও ফিরতে পারে চেন্নাই। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় নবম স্থানে চেন্নাই। আট ম্যাচের মধ্যে জিতেছে দু’টি ম্যাচ।
সুত্রের খবর, রায়নাকে (Suresh Raina) এবিষয়ে জানতে চাওয়া হলে রায়না বলেন, ‘‘মরসুমের মাঝপথে দায়িত্ব নেওয়া সহজ নয়। কিন্তু ধোনি সব সময় সতীর্থদের পাশে থাকে। অধিনায়ক থাকাকালীন ক্রিকেটারদের পিছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকত ও। সবাইকে শুধু নিজের কাজ করতে বলত। বাকিটা ধোনি সামলাত। এ বারেও সেটাই দেখা যাবে।’’
আরও পড়ুন: Rafael Nadal: মাদ্রিদ ওপেনে পাঁজরের চোট সারিয়ে কোর্টে ফিরছেন নাদাল
পাশাপাশি, রায়না (Suresh Raina) আরও বলেন, ‘‘ধোনি নিশ্চয় জাডেজাকে বলবে ব্যাট, বল ও ফিল্ডিংয়ের দিকে নজর দিতে। জাডেজা ফর্মে থাকলে তা চেন্নাইয়ের পক্ষে ইতিবাচক। সেই সঙ্গে পরিকল্পনায় কিছু বদল হতে পারে। ব্যাটিং অর্ডার, বোলিং পরিবর্তনে কিছু নতুনত্ব দেখা যেতে পারে। সিএসকে এর আগেও অনেক বার কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসেছে। এ বারেও তা করতে পারে। কারণ অধিনায়ক ধোনি থাকবে এ বার থেকে।’’