বুধবার গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায় ১ লক্ষেরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত করা হল।
জানা যায় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক প্রিয়াংকা সিংলা, রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ জেলা প্রশাসনের আধিকারিক, বিধায়করাও।মূলত বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।এর মাধ্যমে খণ্ডঘোষ এবং গলসী দু নং ব্লকের মোট ১০০ জন মহিলার হাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চেক ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে এদিন শম্পা ধাড়া জানান, গোটা জেলায় এদিন পর্যন্ত মোট ১০ লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। আগামী দিনে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হলে এখনও যাঁরা এই সুবিধা পাননি, তাঁরাও পাবেন।
আরো পড়ুন:TMC:মাওবাদী বাড়ার আতঙ্কে বাড়তি নিরাপত্তার আবেদন পাঁচ তৃণমূল নেতার