বালিগঞ্জ উপ-নির্বাচনে ভোটগণনার দিন বাবুলকে কটাক্ষ (Dilip Ghosh) দিলীপ ঘোষের।
‘ভেবেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ড ভাঙবেন বাবুল সুপ্রিয়।’ বালিগঞ্জ উপ-নির্বাচনে ভোটগণনার দিন এমন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
সেইসঙ্গে দিলীপের (Dilip Ghosh) দাবি, বালিগঞ্জে ভোটদানের হার থেকেই স্পষ্ট যে মানুষ প্রত্যাখান করেছেন বাবুলকে।
শনিবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ বলেন, ‘বাবুল সুপ্রিয় কম বার কি উনি ভোট লড়ছেন নাকি?
প্রত্যেক এপ্রিল-মে মাসে ভোট হয়। গড়ে ৮০ শতাংশের উপর ভোট হয় পশ্চিমবঙ্গে। সেখানে ৪০ শতাংশ ভোট পড়ছে।
তার মানে, তাঁকে মানুষ পছন্দ করছেন না। ভেবেছিলাম সুব্রত মুখোপাধ্যায়ের রেকর্ডটা উনি ভাঙবেন (৬০,০০০-এর মতো ভোটে জিতেছিলেন)।
জানি না, কী করবেন। সেজন্য উনি নেমেছেন। কিন্তু প্রার্থী হিসেবে তাঁকে মেনে নেননি মানুষ। সেজন্য ভোট দিতেই যাননি।
‘সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হচ্ছে।
গতবার বিধানসভা নির্বাচনে যেখানে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছিল, এবার উপ-নির্বাচনে ভোটদানের হার ৪০ শতাংশের কাছাকাছি এসে ঠেকেছে।
এমনিতে উপ-নির্বাচনে ভোটদানের হার কমলেও এত কম মানুষ ভোট দেওয়ায় রাজনৈতিক মহলের ধারণা, সম্ভবত ‘নো ভোট টু বাবুল’ প্রচারের প্রভাব পড়েছে।