মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করে বিতর্কে মানবেশ চৌধুরী (Manabesh Choudhary)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন বাম নেতা।

বাম নেতার নাম মানবেশ চৌধুরী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি দক্ষিণ দিনাজপুর জেলার সিপিআই(এম)-এর সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য।

শুক্রবার সকালে নিজের (Manabesh Choudhary) ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রী মমতার বিকৃত ছবি পোস্ট করেন তিনি।

পাশাপাশি তাকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান। তাঁর এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে।

অনেকেই বাম নেতার নিন্দায় সরব হয়েছেন। কেউ কেউ তো কমেন্ট বক্সে এও লিখেছেন, এই মানসিকতার জন্যই বামেরা আজ বিলুপ্ত হয়েছে।

নিজেদের জননেত্রীর বিরুদ্ধে এমন আচরণ দেখে গর্জে উঠেছেন অনেক নেটাগরিকই। যদিও মানবেশ চৌধুরীর দাবী, তাঁর পোস্ট করা ছবিতে লাইক দিয়েছেন অনেকেই।

মুখ্যমন্ত্রীর এই বিকৃত ছবি পোস্ট করা নিয়ে চুপ থাকেনি স্থানীয় তৃণমূল নেতৃত্বও।

বাম নেতাকে পাল্টা তোপ, জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায় বলেন, ‘জনগণ ওদের কাছ থেকে সরে গিয়েছে, ওরা পাগল হয়ে এধরণের কাজ করছে।’

‘একজন নেত্রী যিনি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের নাম উজ্বল করছেন এবং ভারতবর্ষকেও বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন তাকে নিয়ে এমন

বিকৃত পোস্ট, কতখানি বর্বরতা ও কতখানি অসভ্যতার পরিচয়।’

এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস বলেন, এই ধরনের পোস্ট মানবেশ চৌধুরীর মতন যদি একজন

রাজনৈতিক ব্যক্তি করে থাকেন তাহলে আমার মনে হয় উনি হয় এলাকাকে উত্ত‌প্ত করার জন্য করছেন অথবা তার মানসিক বিকৃতি হয়েছে।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি এধরণের আক্রমণ কেউ বরদাস্ত করবে না। বাম নেতার ডাক্তার দেখানো উচিত্‍ বলেও মন্তব্য করেন তিনি।