হরিদ্বারে ধর্ম সংসদের বক্তব্য ঘিরে বিতর্কের রেশ ফুরোয়নি এখনও।
এবার ফের মুসলিমদের মধ্যেও হিন্দু ধর্ম ফিরিয়ে আনার কথা উল্লেখ করে নতুন করে শোরগোল ফেললেন এক বিজেপি সাংসদ।
অন্যান্য ধর্ম থেকে হিন্দুধর্মে আনার ব্যাপারে ধর্মীয় ব্যক্তিত্বদের সচেষ্ট হতে হবে বলে দাবি তাঁর।
এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও সাংসদ তেজস্বী সূর্য্য।
শনিবার বিশ্বপ্রণাম কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ধর্মান্তকরণ আটকাতেই হবে। তার সঙ্গেই হিন্দু ধর্ম থেকে যাঁরা অন্য ধর্মে চলে গিয়েছেন তাঁদের অবশ্যই খুব তাড়াতাড়ি হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে।
তাঁর স্পষ্ট দাবি, ঘর ওয়াপসি ছাড়া তাদের কাছে অন্য কোনও পথ খোলা নেই।
কর্ণাটকে গিয়ে তিনি জানিয়েছেন, সেকুলারিজম হিন্দুধর্মের উপর বেশ ভালো প্রভাব ফেলেছে।
এর জেরে মুসলিম ও খ্রীষ্টানদের অত্যাচারও বেড়েছে। বেশ জোরের সঙ্গেই তিনি বলেন, আমরা এই দেশে অযোধ্যায় রামমন্দির তৈরি করেছি।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হয়েছে।
পাশাপাশি তিনি আহ্বান জানান, পাকিস্তানের মুসলিমদেরও হিন্দু ধর্মে আনা প্রয়োজন।
পূর্বে হিন্দু ধর্মে থাকা লোকেদের ঘর ওয়াপসি চালু করতে হবে। অখন্ড ভারতের মধ্যে পাকিস্তানও পড়ছে।
মঠ, মন্দির প্রভৃতির কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, এই কমিউনিজম ও ঔপনিবেশিকতা হিন্দুধর্মকে দুর্বল করে দিয়েছে।
এদিকে কর্ণাটক বিধানসভা দিন দুয়েক আগেই অ্যান্টি কনভার্সন বিল এনেছে।
তার পরেই সাংসদ তেজস্বী সূর্য্যর এই মন্তব্য সাড়া ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।