চলতি বছরের শুরুর দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল এক চীনা নাগরিককে(China citizen)।

বাংলাদেশ থেকে ভারতে আসার সময় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

এই মুহুর্তে ওই চীনা নাগরিক(China citizen) এখন স্পেশাল টাক্স ফোর্সের হেফাজতে রয়েছে। বছর শেষ হওয়ার আগেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

ফের গ্রেফতার করা হল এক চীনা নাগরিককে(China citizen)। ভারত-নেপাল সীমান্ত থেকে ফের গ্রেফতার করা হয় এক চীনা নাগরিককে।

সোমবার ভারতে প্রবেশের আগে পানিট্যাঙ্কিতে এসএসবি ৪১ নং ব্যাটেলিয়ানের হাতে আটক করা হয় ওই চীনা নাগরিককে(China citizen)।

আটকের পর সেই চীনা নাগরিককে জিজ্ঞেসাবাদ চালায় পুলিশ।

তখনই তাঁর কথায় অসঙ্গতি প্রকাশ পায় বলে জানিয়েছে পুলিশ এবং ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম সেরিং দর্জি।

ধৃতের বয়স ২৭ বছর(27 years)। ওই ধৃত চীনা নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে

ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড, চীনা ভিসা, ৩ টি ব্যাংকের এটিএম কার্ড, মোবাইল ফোন।

এর পাশাপাশি ধৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে ভারতীয় ৪০০০ টাকা, নেপালের ৩৪০ টাকা এবং আরবের ৫০০ টাকা।

এই সব জিনিস উদ্ধারের পাশাপাশি দেখা যাচ্ছে, এই ধৃত চীনা নাগরিকের ভারতীয় আধারকার্ডে হিমাচল প্রদেশের ঠিকানা থাকলেও, চীনা পাসপোর্টে সিচুনের নাম রয়েছে।

মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হবে ওই ধৃত চীনা নাগরিক সেরিং দর্জিকে।

জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ওই ধৃত চীনা ব্যক্তি ফুজয়ান থেকে এসেছে।

জয়নগরের এসএসবি-র কমানড্য়ান্ট, ১৪ ব্যাটেলিয়ানের চন্দ্রশেখর জানিয়েছেন, ধৃত চীনা নাগরিক ইংরাজি ভাষায়(English language) যথেষ্ঠ দক্ষ।

এই বিষয়টাকেও পুলিশি তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।