22 টা বছর কেটে গেল শিকলে চাবিদিয়া জীবনের এক অন্যতম কাহিনী মেদিনীপুরের শাহাজান মোল্লা

প্রসঙ্গক্রমে বলা যায় পেশায় রিকশাচালক বাবুয়া মোল্লা ও মর্জিনা বিবির তিনটি সন্তান দুটি মেয়ে এবং একটি ছেলে। সংসারে ছেলেই বড়। একসময় বা রিক্সা চালিয়ে সংসার কোনক্রমে চালিয়ে নিত কিন্তু বর্তমানে সে অপারগ সংসার চালাতে। কারণ বর্তমানে রিক্সা আর সে ভাবে চলে না অপরদিকে ছোটবেলায় এক দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত লাগার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ছোট্ট শাহাজান।কিন্তু বড় বেলার শাহজাহানকে ধরে রাখাই দায় পরিবারের। কারণ মানসিক ভারসাম্যহীন শাহাজান দৌড়ে বেড়ায় যেখানে সেখানে রয়েছে পালিয়ে যাবার প্রবণতা।তাই শাহজাহানকে শিকলে চাবি দিয়ে বাড়ি থেকে বের হন পরিবারের সদস্যরা। উদ্দেশ্যে এই ভাবেই ছোট্ট শাহজাহান কখন 22 বছরে পদার্পণ হয়ে যুবককে উঠল তা বিন্দুমাত্র কেউ জানলো না কিন্তু আজ ও শৈশবের থেকে বেরোনো কৈশোর এবং যুবক শাহাজান বন্দি শিকলে।মেলেনি কোন আর্থিক সাহায্য মেলেনি কোন সরকারি সুবিধা তবে অপেক্ষা শিকল খোলার।

By Sk Rahul

Senior Editor of Newz24hours