এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে হার্দিক পাণ্ডের (Hardik Pandya) দল গুজরাত টাইটান্স। প্রথম ন’ম্যাচের মধ্যে আটটি ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে রয়েছেন তারা। চোট সারিয়ে এ বারের আইপিএলে ব্যাটার হার্দিককে দেখা গেলেও বল হাতে কয়েকটি ম্যাচেই দেখা গিয়েছে তাঁকে। কেন বল করছেন না তিনি, নিজেই জানালেন সেই কথা।

সুত্রের খবর, বোলিংয়ের প্রসঙ্গে হার্দিক (Hardik Pandya) বলেন, ‘‘ধীরে ধীরে উন্নতি করছি। এখন অনেক ভাল জায়গায় আছি। কিন্তু ঝুঁকি নিতে চাইছি না। কারণ আইপিএল গুরুত্বপূর্ণ হলেও তার পরেও খেলা রয়েছে। সামনেই বিশ্বকাপ। তাই তাড়াহুড়ো করতে চাইছি না। আমার দলে বেশ কয়েক জন ভাল বোলার থাকায় আমার বল করার প্রয়োজন পড়ছে না।’’

আরও পড়ুন: Blackburn: ঈদের নমাজ পাঠের জন্য নিজেদের স্টেডিয়াম খুলে দিল ব্ল্যাকবার্ন

পাশাপাশি, পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে হার্দিক (Hardik Pandya) বলেন, ‘‘দেখে মনে হচ্ছে না পরের দিকে শিশির বিশেষ সমস্যা করবে। রান তাড়া করে জিতেছি। প্রথমে ব্যাট করেও জিততে চাই। সেই কারণেই নিজেদের পরীক্ষার মধ্যে ফেলেছি।’’