ধুলোবালি দূষণ রোদে আমাদের বাইরে বেরোতেই হয় । শ্যাম্পু করা সত্ত্বেও আমাদের চুল হয়ে যায় রুক্ষ আর নির্জীব। বাড়ি বসে প্রাণ ফেরান বেজান চুলে। কোন বিউটি পার্লারে অনেক টাকা খরচা না করে বাড়িতে করে ফেলুন হেয়ার স্পা। জেনে নিন কিভাবে ঘরে বসে পার্লারের মতো হেয়ার স্পা(Hair spa( করবেন।

 

 

হেয়ার স্পা(Hair spa) করার জন্য প্রথমে একটি পাত্রে ১ চামচ নারকেল তেল ও ১চামচ অলিভ তেল মেশান। এতে দিন ৩ থেকে ৪টি ভিটামিন ই ক্যাপস্যুল। অলিভ তেল না পেলে, নারকেল তেলের সাথেই ভিটামিন ই ক্যাপস্যুল মিশিয়ে লাগান।

 

 

 

এবার তেলটি একটু গরম করে নিন। তেল দিয়ে স্ক্যাল্পে ভালো ভাবে ম্যাসাজ করুন। একদম হালকা হাতে ম্যাসেজ করবেন। কোনও চাপ দেবেন না। পুরো চুলে ভালো করে তেল মাখুন।

 

এবার চুল নরম করতে স্টিমিং অর্থাৎ মাথায় গরম ভাপ দিতে হবে। এতে রক্ত সঞ্চালন উন্নত হয়। তেল তার কাজ করতে পারে।হাতে প্লাস্টিকের গ্লাভস পরে পাত্রে হালকা গরম পানি ঢেলে তাতে একটি টাওয়েল ভিজিয়ে নিঙরে নিন এবং টাওয়েলটি দিয়ে পুরো মাথা এবং সব চুল পেঁচিয়ে নিন। এবার মিনিট দশেক অপেক্ষা করুন।

 

 

 

এবার ভালো করে শ্যাম্পু করে নিন। তারপর কন্ডিশনার লাগান।চুলের গোড়া বাদে পুরো চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ভালভাবে চুল ধুয়ে নিন এবং চেপে চেপে চুলের পানি ঝরিয়ে নিন। চাইলে লাগাতে পারেন হেয়ার প্যাক। বাড়িতেই বানিয়ে নিন প্যাক। মধু ও দই-এর প্যাক কিংবা ডিম দিয়ে প্যাক বানান। চাইলে অন্যান্য উপকরণ দিয়েও প্যাক বানাতে পারেন।

 

 

১টা ডিম, ১টা মাঝারি পাকা কলা, ৩ চা চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ টকদই, ২ চা চামচ নারিকেল তেল ভালভাবে মিশিয়ে পুরো মাথার চুলে আগাগোড়া লাগিয়ে নিন এবং শাওয়ার ক্যাপ পরে কমপক্ষে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার আবারো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন এবং শেষে এক মগ পানিতে ৪ চা চামচ সাদা ভিনেগার মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে নিন ও চুল মুছে বাতাসে চুল শুকিয়ে নিন।

Image source -google