গরমকাল চলে এসছে। আমাদের কমবেশি সবাইকেই বেরোতে হয় এই কাঠফাটা রোদে। সে চাকরির জন্য হোক, পড়াশোনা কিংবা বাড়ির কাজে।ইতিমধ্যেই রোদ্দুরে ত্বক পুড়লে ক্ষতি হবেই,a একা সানস্ক্রিনের সাধ্য নেই তা থেকে আপনাকে রক্ষা করার। যার ফলে রোদে পুড়ে আমরা কালো হয়ে যাই।একটু হলেও ট্যান (tan)পড়বে আপনার কিন্তু কিছু ঘরোয়া উপায় আছে যা দিয়ে আপনি সহজেই মুখের ট্যান ওঠাতে পারবেন।

 

কিন্তু কিছু ঘরোয়া উপায় আছে যা দিয়ে আপনি সহজেই মুখের ট্যান ওঠাতে পারবেন। তার মধ্যে আলু হচ্ছে সবথেকে বড় উপাদান। রোদে পোড়া দাগ দূর করতে আলু অনেক কার্যকরী।আলুতে থাকে প্রাকৃতিক ব্লিচ এজেন্ট, যা ত্বকের দাগ-ছোপ কমায়। প্রথমে একটি আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়ে আলুটির থেকে রস চিপে বের করে নিতে হবে। আলুর রস ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে। তার সাথেই নিতে হবে অর্ধেক পাতি লেবুর রস। এরপর ভালো করে দুটো উপাদান মিশিয়ে নিয়ে পুরো মুখে লাগান সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন রোদে পোড়া দাগ কমে যাবে।

 

টমেটোর মধ্যে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। যা রোদে পোড়া দাগ দূর করতে অনেক কার্যকরী। হাতে পায়ে বা শরীরের যেকোনো জায়গায় যদি রোদে পোড়া কালো দাগ থাকে তবে টমেটো আর লেবুর একটা মিশ্রন বানান এবং নিয়মিত হাতে-পায়ে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন । লেবু এবং টমেটো হল কালো দাগ দূর করার জন্য একটি যাদুকরী সমন্বয়।

 

ইতিমধ্যে গরমকাল পড়ে গেছে। কোন কোন কারণে আমাদের বাড়ি থেকে বেরোতেই হয়। যার ফলে আমাদের ত্বক রোদে পুড়ে যায় অর্থাৎ ট্যান পরে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের রোদে পোড়া ভাব দূর করতেসাহায্য করে। রোজ মধুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে এবং শরীরে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।আস্তে আস্তে মুখের ট্যান পড়া কমে যাবে।

 

ট্যান(tan) দূর করতে পরিমাণমতো টক দই যথেষ্ট। এর জন্য আপনাকে ভালো করে টক দই ফেটিয়ে নিয়ে মুখে, গলায়, ঘাড়ে এবং বাকি ট্যান দ্বারা ক্ষতিগ্রস্ত অংশে লাগিয়ে নিন। মিনিট ২০ পর স্নান করে ফেলুন টক দই-এর মধ্যে এমন কিছু এনজাইম রয়েছে যা ট্যান দূর করতে সাহায্য করে এবং ত্বকের দাগ-ছোপ ও রুক্ষতাও দূর করে। প্রতিদিন স্নানের আগে ব্যবহার করুন।

Image source-google

আরও পড়ুন Bhapa sondesh:এইভাবে ভাপা সন্দেশ বানিয়ে দেখুন মিষ্টি দোকান কেও হার মানাবে